Your Ads Here 100x100 |
---|
খবরের দেশ ডেস্কঃ
গাজীপুরের কালিয়াকৈরে একটি তৈরি পোশাক কারখানার ১৭ জন শ্রমিককে ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ করছেন সহকর্মীরা। ছাঁটাইকৃত শ্রমিকদের পুনর্বহাল এবং কারখানার দুই কর্মকর্তার পদত্যাগের দাবিতে শনিবার সকাল থেকে এ বিক্ষোভ শুরু হয়।
সকাল ৮টার দিকে কালিয়াকৈর উপজেলার বড়ইছুটি এলাকায় অবস্থিত সাউদার্ন নিটওয়্যার লিমিটেড কারখানায় শ্রমিকরা কর্মবিরতি ও বিক্ষোভে অংশ নেন। শ্রমিক ও পুলিশ সূত্রে জানা গেছে, এর আগেও কারখানাটিতে বিভিন্ন দাবি আদায়ে আন্দোলন হয়। আন্দোলনে নেতৃত্বদানকারী শ্রমিকদের একটি তালিকা তৈরি করে কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার ছুটির পর কারখানার গেটের সামনে তালিকাভুক্ত ১৭ শ্রমিককে ছাঁটাইয়ের নোটিশ দেওয়া হয়।
শনিবার কাজে যোগ দিতে গিয়ে শ্রমিকরা ছাঁটাইয়ের বিষয়টি জানতে পারেন। এরপর তাঁরা কারখানার ভেতরে অবস্থান নিয়ে কর্মবিরতি শুরু করেন। তাঁরা ছাঁটাইকৃত শ্রমিকদের পুনর্বহাল এবং কারখানার মহাব্যবস্থাপক (জিএম) নূরুল ইসলাম ও উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মিজানুর রহমানের পদত্যাগ দাবি করেন।
খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ ও কালিয়াকৈর থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং শ্রমিকদের শান্ত করার চেষ্টা করে।
কারখানার শ্রমিক ফারহান আহমেদ বলেন, ‘কারখানা কর্তৃপক্ষ অবৈধভাবে আমাদের ১৭ জন সহকর্মীকে ছাঁটাই করেছে। এটি শ্রম আইনের পরিপন্থী।’
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান বলেন, ‘শ্রমিকদের সঙ্গে আলোচনা করে বিষয়টির শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা চলছে।