27 C
Dhaka
মঙ্গলবার, আগস্ট ৫, ২০২৫

বেরোবি শিক্ষার্থীর আত্মহত্যা, সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্কঃ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস টুম্পা (২৩) আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (১০ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে রংপুর শহরের সরদারপাড়ায় ‘আপন ছাত্রী নিবাস’-এর ৪০৪ নম্বর কক্ষ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

টুম্পা বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার চাপুইর গ্রামে। তিনি হোস্টেলের ওই কক্ষে একা থাকতেন। পুলিশ বলছে, প্রেমঘটিত বিষণ্নতা থেকে আত্মহত্যা করতে পারেন। মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার সংবাদ সংগ্রহে গিয়ে লাঞ্ছনার শিকার হয়েছেন কয়েকজন গণমাধ্যমকর্মী। সরাসরি ভিডিও করার সময় উত্তেজিত কয়েকজন শিক্ষার্থী কালের কণ্ঠ ও প্রতিদিনের বাংলাদেশের ক্যাম্পাস প্রতিনিধিদের বাধা দেন। একপর্যায়ে সাংবাদিকদের মোবাইল ফোন ও আইডি কার্ড ছিনিয়ে নেওয়া হয়। গালাগাল ও ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে।

পরে সাংবাদিকেরা সরদারপাড়া ব্রিজ হয়ে ফেরার সময় বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট এলাকায় আবারও আক্রমণের চেষ্টা হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়লে সিনিয়র কয়েকজন শিক্ষার্থী সাংবাদিকদের নিরাপত্তা দেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. ফেরদৌস রহমান বলেন, ‘ঘটনা শুনে পুলিশ পাঠানো হয়েছে। জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।’

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমাজ ক্ষোভ প্রকাশ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

হাসিনা পালানোর পর প্রথমে ঢুকেছিলাম সংসদ ভবনে : ইব্রাহিম খলিল

খবরের দেশ ডেস্ক : হাসিনা পালানোর পর প্রথমে ঢুকেছিলাম সংসদ ভবনে। সেখানে অনেকক্ষণ থাকার পর তারপর রওনা দিলাম গণভবনের দিকে।...