Your Ads Here 100x100 |
---|
কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল হাওর টাইমস-এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী শনিবার (১২ জুলাই) কিশোরগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে উদযাপিত হয়েছে। একই অনুষ্ঠানে বিভিন্ন সাংবাদিক ও কর্মকর্তাদের ক্রেস্ট প্রদান করা হয়।
উদ্বোধনী পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি ও বিশিষ্ট আইনজীবী আলহাজ্ব এডভোকেট শেখ মাসুদ ইকবাল। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন হাওর টাইমস-এর সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম ভূঁইয়া।
প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জনতার মেয়র ক্ষেত হাজী মোঃ ইসরাইল মিয়া, ছাত্রদলের সাবেক জেলা সভাপতি ও করিমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ভিপি সাইফুল ইসলাম সুমন।
অনুষ্ঠানে কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক মনিরুজ্জামান খান চৌধুরী সোহেল, কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম ফকির মতি, কটিয়াদী প্রেসক্লাবের সভাপতি মোঃ ফজলুল হক জোয়ারদার আলমগীর, কালের নতুন সংবাদ সম্পাদক মোঃ খায়রুল ইসলাম ও দৈনিক দিনকাল জেলা প্রতিনিধি আবু জাফর মোঃ সালেহ বাবুল প্রমুখ বক্তব্য রাখেন।
প্রধান অতিথি বলেন, “দুর্নীতির সঙ্গে যুক্ত থাকলে সাংবাদিকরা লিখবেন, আর জেলা বিএনপিতে চাঁদাবাজির কোনো ছাড় নেই।”
হাওর টাইমস পরিবারের পক্ষ থেকে প্রধান অতিথিকে ক্রেস্ট ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়া বিশেষ প্রতিনিধি ফরিদ রায়হান, স্টাফ রিপোর্টার মাইনুল হক মেনু, নিজস্ব প্রতিনিধি হাবিবুর রহমান বিপ্লল ও ভৈরব প্রতিনিধি এম আর রুবেলকে সাংবাদিকতায় অবদানের জন্য সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে জেলা জুড়ে কর্মরত অর্ধশতাধিক গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সার্বিক পরিচালনা করেন হাওর টাইমস সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম ভূঁইয়া। সহযোগিতায় ছিলেন দৈনিক আজকের দর্পন জেলা প্রতিনিধি আসাদুজ্জামান খান লিপন।