Your Ads Here 100x100 |
---|
রাজশাহী জেলা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারায় বৈদ্যুতিক মিটার চুরি করে নিয়ে যাওয়ার ঘটনা বেড়ে চলেছে। বিশেষ করে পল্লী বিদ্যুতের মিটার চুরির অভিযোগের পরও আইনশৃঙ্খলা বাহিনী দীর্ঘদিন ধরে কাউকে গ্রেফতার করতে পারেনি। চোরেরা মিটার চুরির সঙ্গে মোবাইল নম্বর রেখে যাচ্ছে এবং পরে টাকা দাবি করছে। টাকা দিলে মিটার ফেরত দেয়ার হুমকিও দেয় তারা।
গত বৃহস্পতিবার রাতে বাগমারার পশ্চিম এলাকার শংকরপৈ মোড়, বকপাড়া মোড়, নারায়ণপাড়া গ্রামের কয়েকটি রাইস মিল এবং গভীর নলকূপ থেকে মোট ছয়টি মিটার চুরি হয়েছে। তবে ভবানীগঞ্জ থেকে চুরি হওয়া মিটারগুলোর মধ্যে একটি উদ্ধার করা গেছে। প্রতিটি মিটারে ভিন্ন মোবাইল নম্বর লেখা ছিল।
শংকরপৈ মোড়ের রাইস মিলের মালিক আপন সরকার জানান, সকালে মিটারটি চুরি দেখতে পেয়ে অজ্ঞাতনামা মোবাইল নম্বর ০১৯৪৬৮৯৩০৫৪ পাওয়া যায়। ওই নম্বরে যোগাযোগ করলে তারা ৬ হাজার টাকা দিলে মিটার ফেরত দেয়ার কথা বলে এবং বিভিন্ন হুমকি দেয়।
নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর বাগমারা জোনাল অফিসের ডিজিএম আসাদুজ্জামান বলেন, মিটার চোরের একটি চক্র দেশব্যাপী সক্রিয়। তারা মিটার চুরি করে মোবাইল নম্বর রেখে যায়। পুলিশ ও পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ এদের ধরার জন্য তদন্ত ও অভিযান চালাচ্ছে।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, বিভিন্ন স্থান থেকে মিটার চুরির লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।