Your Ads Here 100x100 |
---|
আন্তর্জাতিক ডেস্কঃ
শারীরিক দুর্বলতা ও অবসাদের কারণে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার (১৩ জুলাই) কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে তিনি চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছে তার দপ্তর।
ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, শতবর্ষে পা রাখা এই প্রবীণ রাজনীতিকের অবস্থা স্থিতিশীল। চিকিৎসকেরা আশা করছেন, রোববার সন্ধ্যার মধ্যেই তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে।
দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রভাবশালী এই নেতা দীর্ঘদিন ধরে হৃদ্রোগে ভুগছেন। এর আগেও একাধিকবার বাইপাস সার্জারি করাতে হয়েছে তাকে। ২০২৩ সালের অক্টোবরে শ্বাসকষ্টজনিত সমস্যায়ও হাসপাতালে ভর্তি হন তিনি।
স্থানীয় গণমাধ্যম জানায়, গত বৃহস্পতিবার মাহাথিরের ১০০তম জন্মদিন ছিল। পরদিন ছিল তার স্ত্রী হাসমা মোহামদের ৯৯তম জন্মদিন। এ উপলক্ষে পারিবারিকভাবে একটি পিকনিকের আয়োজন করা হয়। মাহাথির নিজেই গাড়ি চালিয়ে সেখানে যান এবং প্রায় এক ঘণ্টা সাইকেল চালান। পরে তাকে ক্লান্ত ও দুর্বল দেখা গেলে জন্মদিনের অনুষ্ঠান শেষ না করেই তাকে বাড়িতে ফিরিয়ে আনা হয়।
চিকিৎসক থেকে রাজনীতিতে আসা মাহাথির মোহাম্মদ প্রথমবার প্রধানমন্ত্রী হন ১৯৮১ সালে এবং ২০০৩ পর্যন্ত টানা ২২ বছর দেশ পরিচালনা করেন। পরে ২০১৮ সালে বিরোধীদলীয় জোটের নেতৃত্বে আবার ক্ষমতায় ফিরে আসেন। তবে অভ্যন্তরীণ দ্বন্দ্বে তাঁর সরকার মাত্র দুই বছরেই ভেঙে যায়।