26.9 C
Dhaka
সোমবার, জুলাই ১৪, ২০২৫

আদালতে অপু বিশ্বাস: ‘রাজনীতি করিনি, বুঝিও না’,

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
বিনোদন ডেস্কঃ

রাজধানীর ভাটারা থানায় দায়ের করা হত্যা চেষ্টার মামলায় আত্মসমর্পণ করে জামিন চেয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। রোববার (১৩ জুলাই) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমানের আদালতে তিনি নিজেকে নির্দোষ দাবি করে বলেন, ‘আমি অভিনয়ের মানুষ, রাজনীতি করি না, বুঝিও না।’

আদালত ১০ হাজার টাকা মুচলেকায় অপু বিশ্বাসের জামিন মঞ্জুর করেন।

সকাল ১২টা ৪০ মিনিটে আদালতে উপস্থিত হন অপু বিশ্বাস। শুরুতে পেছনের বেঞ্চে বসে থাকলেও ১২টা ৫৭ মিনিটে মামলার শুনানির সময় কাঠগড়ায় ওঠেন। শুনানিতে তার আইনজীবীরা জানান, হাইকোর্ট থেকে তিনি ৬ সপ্তাহের জামিন পেয়েছিলেন, মেয়াদ শেষ হওয়ায় স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছেন। মামলার এজাহারে তার নাম নেই, বাদীও ভুল স্বীকার করেছেন।

রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পিপি শামসুজ্জামান সুমন জামিনের বিরোধিতা করে বলেন, অপু বিশ্বাস আওয়ামী লীগের পক্ষে কাজ করেছেন ও প্রার্থী হয়েছিলেন।

এরপর অপু বিশ্বাস বলেন, ‘আমি শুধু অভিনয় করেছি, কখনো রাজনীতিতে জড়াইনি।’

শুনানির সময় কিছু আইনজীবীর কটূক্তির মুখে অপু বিশ্বাস মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে থাকেন। তিনি বলেন, ‘আমার একটি ছোট সন্তান আছে।’ এক আইনজীবী মন্তব্য করেন, ‘সন্তানের কথা বলে আদালতকে আবেগপ্রবণ করতে চাইছেন।’

সব শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করেন। বেলা ১টা ৫ মিনিটে নারী পুলিশের নিরাপত্তায় তাকে গাড়িতে তুলে দেওয়া হয়।

- Advertisement -spot_img
সর্বশেষ

জুলাই বিপ্লব পরবর্তী সময়েও নুরুল ইসলামের অভাব অনুভূত হয়: আবদুল হাই শিকদার

খবরের দেশ ডেস্কঃ বীর মুক্তিযোদ্ধা, শিল্পোদ্যোক্তা ও যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নুরুল ইসলামের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভা ও দোয়া...