Your Ads Here 100x100 |
---|
খবরের দেশ ডেস্কঃ
জামালপুরের মাদারগঞ্জে ছুরিকাঘাতে মাসুদ (২০) নামে এক কলেজছাত্রকে হত্যা করেছে দুর্বৃত্তরা। একই ঘটনায় তার চাচা রুবেল (২৬) গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন।
শনিবার (১২ জুলাই) রাতের কোনো এক সময় মাদারগঞ্জ উপজেলার কুয়ালিকান্দি গ্রামে এ ঘটনা ঘটে বলে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা।
নিহত মাসুদ কুয়ালিকান্দি গ্রামের সম্রাট প্রামাণিকের ছেলে এবং তেঘরিয়া শাহেদ আলী স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। সম্প্রতি তিনি বিদেশ যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।
স্বজনদের বরাতে জানা গেছে, শনিবার রাতে মাসুদ তার চাচা রুবেলের সঙ্গে পাশের একটি বাড়িতে ঘুমাতে যান। রোববার সকাল ১০টার দিকে ঘর থেকে কেউ না বের হওয়ায় স্বজনরা ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে গিয়ে মাসুদকে মৃত এবং রুবেলকে গলাকাটা ও মুমূর্ষু অবস্থায় পড়ে থাকতে দেখেন।
পরে রুবেলকে প্রথমে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ জানিয়েছে, নিহত মাসুদের শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল্লাহ সাইফ ও মাদারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার সাইদুর রহমান।
ওসি বলেন, “ঘটনার কারণ ও জড়িতদের চিহ্নিত করতে তদন্ত চলছে।”