26 C
Dhaka
সোমবার, জুলাই ১৪, ২০২৫

জাককানইবিতে সামাজিক বিজ্ঞান অনুষদের বাৎসরিক গবেষণা সেমিনার

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
জাককানইবি প্রতিনিধি:


জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) সামাজিক বিজ্ঞান অনুষদের আয়োজনে বৃহস্পতিবার (১০ জুলাই) অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী বাৎসরিক গবেষণা সেমিনার।

বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে আয়োজিত সেমিনারের প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “নৈতিকতা ও স্বচ্ছতার সঙ্গে প্রাথমিক তথ্য সংগ্রহ গবেষণার মৌলিক ভিত্তি। আন্তর্জাতিক মানের জার্নালে প্রবন্ধ প্রকাশে শিক্ষক-গবেষকদের আরও উদ্যোগী হতে হবে। কারণ, মানসম্মত প্রকাশনার অভাবে অনেক সময় পদোন্নতিতে জটিলতা দেখা দেয়।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বখতিয়ার উদ্দিন। স্বাগত বক্তব্য দেন লোকাল গভর্নমেন্ট অ্যান্ড আরবান স্টাডিজ বিভাগের চেয়ারম্যান সাদিক হাসান শুভ।

বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. এ এইচ এম কামাল, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন সরকার, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ (রাশেদ সুখন), আইন অনুষদের ডিন মুহাম্মদ ইরফান আজিজ, গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মিজানুর রহমান।

সেমিনারে ৫৩ জন গবেষক তাঁদের প্রবন্ধ উপস্থাপন করেন। প্রবন্ধ মূল্যায়ন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমেদ, অধ্যাপক ড. মো. আতিকুল ইসলাম, অধ্যাপক ড. রেজাউল ইসলাম ও অধ্যাপক ড. মশিউর রহমান।

- Advertisement -spot_img
সর্বশেষ

যুক্তরাষ্ট্রের কেনটাকি অঙ্গরাজ্যের একটি গির্জায় গুলি : দুই নারীসহ সন্দেহভাজনও নিহত

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের কেনটাকি অঙ্গরাজ্যের একটি গির্জায় গুলির ঘটনায় দুই নারী নিহত হয়েছেন। স্থানীয় সময় রবিবার এই হামলা হয়।...