Your Ads Here 100x100 |
---|
খবরের দেশ ডেস্কঃ
যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের ত্যাগে অনুপ্রেরণা রয়েছে বলে মন্তব্য করেছেন গ্রুপটির বর্তমান চেয়ারম্যান ও দৈনিক যুগান্তরের প্রকাশক অ্যাডভোকেট সালমা ইসলাম।
রোববার (১৩ জুলাই) দুপুরে যুগান্তর কার্যালয়ে নুরুল ইসলামের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি।
সালমা ইসলাম বলেন, “কর্মক্ষেত্রে তার ত্যাগের আদর্শকে সামনে রেখে কাজ করলে আমরা সফল হতে পারি। তিনি ছিলেন এমন একজন মানুষ, যিনি আল্লাহর পক্ষ থেকে বিশেষ দায়িত্ব নিয়ে এসেছিলেন। একজন মানুষের
পক্ষে এত কিছু করা সম্ভব নয়—আল্লাহ তাকে সেই শক্তি দিয়েছিলেন।”
স্বামীর স্মৃতিচারণ করে তিনি বলেন, “আজকের দিনে আমার বলার ভাষা নেই। উনার কথা বলতে গেলে কোথা থেকে শুরু করব, কোথায় শেষ করব—দিশেহারা হয়ে যাই। উনি আমাকে কোনোদিন কষ্ট দেননি, এক গ্লাস পানিও কখনো বলেননি।”
সন্তানদের প্রসঙ্গে সালমা ইসলাম বলেন, “উনি ভালো কাজ করেছেন বলেই আল্লাহ আমার সন্তানদের ভালো রেখেছেন, ভালো কাজ করার শক্তি দিয়েছেন।”
সভায় তিনি আরও বলেন, “নুরুল ইসলাম যমুনা গ্রুপের যে অর্থনৈতিক ভিত গড়ে দিয়েছেন, তা দেশে বিরল। তার দেখানো পথ অনুসরণ করে আমরা যেন দেশের জন্য আরও ভালো কিছু করতে পারি, সেই দোয়া চাই।”