Your Ads Here 100x100 |
---|
বিনোদন ডেস্কঃ
বলিউড অভিনেত্রী সোহা আলি খান জানিয়েছেন, স্বামীকে বোঝার মূলমন্ত্র দিয়েছিলেন তার মা, বর্ষীয়ান অভিনেত্রী শর্মিলা ঠাকুর। বিয়ের আগে মা যে পরামর্শ দিয়েছিলেন, তা আজও মেনে চলেন বলে জানান সোহা।
২০১৫ সালের ২৫ জানুয়ারি বলিউড অভিনেতা কুণাল খেমুর সঙ্গে ঘরোয়া আয়োজনে বিয়ে হয় সোহা আলির। তাদের দাম্পত্য জীবনের ১০ বছর পূর্ণ হয়েছে। বয়সে ছোট কুণালকে বিয়ে করার সিদ্ধান্তে প্রথমে অনেকেই বিস্মিত হন। কিন্তু সফল সংসারজীবনে তা ভুল প্রমাণ হয়েছে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সোহা জানান, বিয়ের আগে মা তাকে বলেছিলেন—“পুরুষ মানুষের অহং থাকে। স্ত্রী হিসেবে সেটা বুঝে চলতে হয়। আর পুরুষকে শিখতে হয় নারীর আবেগের গুরুত্ব দিতে।”
শর্মিলা ঠাকুর নিজেও এ বিষয়ে অভিজ্ঞ। ষাটের দশকে বলিউডে খ্যাতির মধ্যগগনে থাকাকালীন ‘অ্যান ইভনিং ইন প্যারিস’–এ বিকিনিতে অভিনয় করে হৈচৈ ফেলে দেন। এর ঠিক পরের বছরই বিয়ে করেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মনসুর আলি খান পতৌদিকে। তখন অনেকেই মনে করেছিলেন, এই বিয়ে হয়তো তার ক্যারিয়ারে ইতি টানবে। কিন্তু শর্মিলা ঠাকুর একাধারে অভিনয় ও সংসার দুটিই সফলভাবে চালিয়ে গেছেন।
সোহা জানান, মায়ের সেই পরামর্শ শুধু নিজের জীবনেই নয়, বন্ধু নেহা ধুপিয়াকেও একই কথা বলেছিলেন তিনি।