26.3 C
Dhaka
সোমবার, জুলাই ১৪, ২০২৫

‘সিতারে জমিন পার’-এর সাফল্যে কৃতজ্ঞ জেনেলিয়া: “ভাবিনি মানুষ এখনো আমাকে দেখতে চায়”

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
বিনোদন ডেস্ক:


দীর্ঘ ১৩ বছর পর বলিউডে বড় পর্দায় ফিরেই দর্শকদের মন জয় করে নিয়েছেন জেনেলিয়া দেশমুখ। আমির খান অভিনীত ‘সিতারে জমিন পার’ সিনেমায় আবির্ভাবেই প্রমাণ করলেন, তাঁর অভিনয়ের আবেদন এখনো অটুট।

শেষবার তাঁকে দেখা গিয়েছিল ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত ‘তেরে নাল লাভ হো গায়া’ সিনেমায়। এরপর ওটিটি মাধ্যমে ‘ইটস মাই লাইফ’ ও ‘মিস্টার মামি’র মতো কিছু কাজ করলেও বড় পর্দায় অনুপস্থিত ছিলেন। সাফল্য ফিরে পেয়ে জেনেলিয়া বলেন, “গত ১০ বছরে খুব বেশি কাজ করিনি। মনে করতাম, মানুষ আমাকে ভুলে যাবে। আমি তো গুরুত্বপূর্ণ নই। কিন্তু এখন শুনছি, সবাই আমার প্রশংসা করছেন, আমাকে পর্দায় আরও দেখতে চাইছেন। এটা সত্যিই বিশেষ অনুভূতি।”

তিনি আরও বলেন, “এটা আমির খানের সিনেমা, তাই দর্শকদের আগ্রহ ছিল। আমি ভাবিনি, আমারও সেখানে অস্তিত্ব থাকবে। কিন্তু প্রশংসা পাচ্ছি—এটাই বড় প্রাপ্তি।”

সিনেমাটিতে জেনেলিয়া অভিনয় করেছেন আমির খানের স্ত্রীর চরিত্রে। অভিনেত্রী জানান, আমিরই তাঁকে কাস্ট করতে চেয়েছিলেন। রীতেশ দেশমুখের সঙ্গে সাক্ষাতে জেনেলিয়ার বিষয়ে জানতে চান আমির, এরপর পরিচালক আর.এস. প্রসন্নর সঙ্গে অডিশনের সুযোগ পান জেনেলিয়া। “অনেকে ভাবতে পারেন, ২০ বছর পর আবার অডিশন? কিন্তু আমি মনে করি, ভালো চরিত্র পাওয়ার এটিই সঠিক পথ,” বলেন তিনি।

‘সিতারে জমিন পার’-এর সাফল্যের পর নতুন সিনেমার ঘোষণাও দিয়েছেন জেনেলিয়া। এবার তাঁকে দেখা যাবে ইমরান হাশমির বিপরীতে।

“আমি চেয়েছিলাম, সিনেমাটি বিশেষভাবে সক্ষমদের জন্য ব্লকবাস্টার হোক। সেটিই হয়েছে,” বলেন জেনেলিয়া।

- Advertisement -spot_img
সর্বশেষ

যুক্তরাষ্ট্রের কেনটাকি অঙ্গরাজ্যের একটি গির্জায় গুলি : দুই নারীসহ সন্দেহভাজনও নিহত

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের কেনটাকি অঙ্গরাজ্যের একটি গির্জায় গুলির ঘটনায় দুই নারী নিহত হয়েছেন। স্থানীয় সময় রবিবার এই হামলা হয়।...