Your Ads Here 100x100 |
---|
খবরের দেশ ডেস্কঃ
বীর মুক্তিযোদ্ধা, শিল্পোদ্যোক্তা ও যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নুরুল ইসলামের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিলে তাকে স্মরণ করলেন যুগান্তর সম্পাদক আবদুল হাই শিকদার। তিনি বলেন, “জুলাই বিপ্লব পরবর্তী এই সময়ে তার অনেক প্রয়োজন ছিল।”
রোববার দুপুরে রাজধানীর যুগান্তর কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে আবদুল হাই শিকদার বলেন, “নুরুল ইসলাম যেখানে হাত রেখেছেন, সেখানেই সোনা ফলেছে। তার কর্মদর্শন, সাহস ও দূরদর্শিতাই তাকে কিংবদন্তি করে তুলেছে।”
তিনি আরও বলেন, “মুক্তিযুদ্ধের পর যদি তিনি আর কিছু না-ও করতেন, তাহলেও তার স্থান থাকত উজ্জ্বল নক্ষত্রের মতো। কিন্তু তিনি থেমে থাকেননি। শিল্পায়নের মাধ্যমে গড়েছেন এক অনন্য উদাহরণ, যা দ্বিতীয় মুক্তিযুদ্ধের সমতুল্য।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যমুনা গ্রুপের চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম, পরিচালক মনিকা নাজনীন ইসলাম, সুমাইয়া রোজালিন ইসলাম, এসএম আবদুল ওয়াদুদ, কামরুল ইসলাম, জাকির হোসেন এবং আরশান ইসলাম আরিব।
নুরুল ইসলামের কর্মজীবনের পেছনে সহধর্মিণী সালমা ইসলামের অবদানকে স্মরণ করে যুগান্তর সম্পাদক বলেন, “যেমন সম্রাট জাহাঙ্গীরের জীবনে ছিলেন নূরজাহান, তেমনি নুরুল ইসলামের জীবনে ছিলেন সালমা ইসলাম।”
আলোচনা সভা শেষে কুরআন তিলাওয়াত, ডকুমেন্টারি প্রদর্শন ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। সকালেই বনানী কবরস্থানে তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান যুগান্তর পরিবার।