Your Ads Here 100x100 |
---|
আন্তর্জাতিক ডেস্ক :
যুক্তরাষ্ট্রের কেনটাকি অঙ্গরাজ্যের একটি গির্জায় গুলির ঘটনায় দুই নারী নিহত হয়েছেন। স্থানীয় সময় রবিবার এই হামলা হয়। এ ছাড়া একজন পুলিশ সদস্যও গুলিবিদ্ধ হয়েছেন এ ঘটনায়। হামলাকারী একটি গাড়ি ছিনতাই করে গির্জায় গিয়ে গুলি চালান।
পুলিশের গুলিতে হামলাকারীও ঘটনাস্থলেই নিহত হন।
লেক্সিংটন পুলিশ প্রধান লরেন্স ওয়েদারস জানান, ট্রাফিক স্টপের সময় সন্দেহভাজনের গাড়ির লাইসেন্স প্লেটের মাধ্যমে সতর্ক সংকেত পাওয়ার পর পুলিশ সদস্য গাড়িটি থামান। এরপর ওই ব্যক্তি গুলি চালান। পরে তিনি লেক্সিংটনের এয়ারপোর্ট সংলগ্ন এলাকায় একটি গাড়ি ছিনতাই করে রিচমন্ড রোড ব্যাপটিস্ট চার্চে প্রবেশ করে গুলি চালান।
স্থানীয় ময়নাতদন্তকারী কর্মকর্তা গ্যারি জিন জানান, গির্জায় গুলিতে ৭২ বছর বয়সী এক নারী ও ৩২ বছর বয়সী আরেক নারী নিহত হন। আরো দুই ব্যক্তি আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক, অপরজন স্থিতিশীল আছেন বলে জানানো হয়েছে। পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন ওই ব্যক্তি গির্জায় গুলির সময় পুলিশের গুলিতে নিহত হন।
এখনও তার পরিচয় প্রকাশ করা হয়নি, পরিবারের সদস্যদের জানানো পর্যন্ত তা গোপন রাখা হয়েছে। প্রাথমিক তদন্তে ইঙ্গিত মিলেছে যে, গির্জায় থাকা ব্যক্তিদের সঙ্গে হামলাকারীর কোনো পূর্বপরিচয় থাকতে পারে।
গির্জাটি লেক্সিংটনের কেন্দ্রস্থল থেকে প্রায় ২৬ কিলোমিটার দূরে অবস্থিত। এই ঘটনাটি এখনও তদন্তাধীন রয়েছে। কেনটাকি গভর্নর অ্যান্ডি বেসহিয়ার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে লিখেছেন, ‘এই অকারণ সহিংসতায় ক্ষতিগ্রস্ত সকলের জন্য প্রার্থনা করুন এবং লেক্সিংটন পুলিশ বিভাগ ও কেনটাকি স্টেট পুলিশের দ্রুত পদক্ষেপের জন্য কৃতজ্ঞতা জানান।