Your Ads Here 100x100 |
---|
রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহীতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কালচারাল ক্লাব।
১৩ জুলাই (রোববার) বিকেল সাড়ে ৫টায় আরএমপি পুলিশ লাইন্সে এই সাংস্কৃতিক ক্লাবের উদ্বোধন করেন আরএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। ফলক উন্মোচনের মধ্য দিয়ে ক্লাবটির যাত্রা শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে পুলিশ কমিশনার বলেন, “সাংস্কৃতিক চর্চা মানসিক প্রশান্তি এনে দেয়। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সদস্যদের সৃজনশীল বিকাশে এই ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” তিনি জানান, আরএমপির সব পর্যায়ের পুলিশ সদস্যদের জন্য এই ক্লাব উন্মুক্ত থাকবে। যাঁদের সাংস্কৃতিক ও সৃজনশীল প্রতিভা রয়েছে, তাঁরা এ প্ল্যাটফর্মে নিজেদের প্রকাশের সুযোগ পাবেন।
অনুষ্ঠান শেষে আরএমপি কালচারাল ক্লাবের সদস্যরা একটি মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) নাজমুল হাসান, পিপিএম; উপ-পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম; অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (উপ-পুলিশ কমিশনার, ফোর্স) এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যরা।