27.4 C
Dhaka
মঙ্গলবার, জুলাই ১৫, ২০২৫

রাবিতে জুলাই গণঅভ্যুত্থান ও নারী অগ্রযাত্রা স্মরণে শোভাযাত্রা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
রাজশাহী প্রতিনিধিঃ

জুলাই গণঅভ্যুত্থান ও নারী অগ্রযাত্রা স্মরণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ জুলাই) সকাল ১০টা ১০ মিনিটে প্রশাসন ভবনের সামনে থেকে শোভাযাত্রা শুরু হয়, যা পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে সিনেট ভবনের সামনে গিয়ে শেষ হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রায় ৪০০ থেকে ৫০০ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী অংশগ্রহণ করেন।

শোভাযাত্রা শেষে সিনেট ভবনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সালেহ্ হাসান নকীব। আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোহাম্মদ মাঈন উদ্দিন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর ড. মো. ফরিদ উদ্দিন খান, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. মতিয়ার রহমান এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মো. ইফতিখারুল আলম মাসউদ।

আলোচনা সভায় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে নারীদের সাহসিকতা ছিল ইতিহাসের অন্যতম উদাহরণ। তারা আরও বলেন, বর্তমান বাংলাদেশে নারীরা শিক্ষা, প্রশাসন, অর্থনীতি, রাজনীতি ও সমাজে অগ্রণী ভূমিকা পালন করছেন, যা দেশের উন্নয়নকে বেগবান করছে।

বক্তারা নারী ক্ষমতায়নের ধারাবাহিকতা বজায় রাখতে রাবির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং সমাজে সমতার চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

- Advertisement -spot_img
সর্বশেষ

বিয়ন্সের অপ্রকাশিত গানের অ্যালবামসহ গুরুত্বপূর্ণ সামগ্রী চুরি

বিনোদন ডেস্ক: মার্কিন পপ তারকা বিয়ন্সের অপ্রকাশিত গানের অ্যালবামসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিগত সামগ্রী চুরি হয়েছে। ৮ জুলাই যুক্তরাষ্ট্রের জর্জিয়ার...