27.4 C
Dhaka
মঙ্গলবার, জুলাই ১৫, ২০২৫

নতুন নাটকে সজল ও মায়া, নাম ‘স্পর্শের মায়াজাল’

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
বিনোদন ডেস্কঃ

ভিন্নধর্মী গল্প ও আবেগময় উপস্থাপনায় নির্মিত হয়েছে টেলিফিল্ম ‘স্পর্শের মায়াজাল’। এক অদ্ভুত স্বভাবের যুবক এবং মানসিকভাবে বিপর্যস্ত এক নারীর আকস্মিক প্রেম, রোমাঞ্চে ভরা সংসারজীবন, আর শেষপর্যন্ত নির্মম পরিণতির গল্প— এমনই মোড় ঘোরা কাহিনি নিয়ে আসছে নাটকটি।

এতে জুটি বেঁধে অভিনয় করেছেন ছোট পর্দার জনপ্রিয় মুখ আব্দুন নূর সজল ও শাহনাজ মায়া। নাটকটি রচনা করেছেন প্রত্যয় হাসান, নির্মাণে আলোক হাসান।

নির্মাতা আলোক হাসান বলেন, “এটি একটি ব্যতিক্রমধর্মী গল্প। চেষ্টা করেছি দর্শকদের বিনোদনের পাশাপাশি সমাজের বাস্তবতাও তুলে ধরতে।”

অভিনেতা সজল বলেন, “আমি অনেক নাটকে অভিনয় করেছি, তবে ‘স্পর্শের মায়াজাল’-এর গল্পটা অন্য রকম লেগেছে। কিছু কিছু গল্প থাকে, যা আমাদের খুব আপন মনে হয়— এটি তেমনই। আশা করি দর্শকরাও গল্পের আবেগ অনুভব করতে পারবেন।”

শাহনাজ মায়ার সঙ্গে এটি তার অন্যতম গুরুত্বপূর্ণ কাজ বলে জানান সজল।

নাটকটিতে আরও অভিনয় করেছেন মেহেদী আকাশ, অনামিকা জুথি, আনোয়ার হোসেন, জাবেদ গাজী ও শুভ চৌধুরী।

‘স্পর্শের মায়াজাল’ প্রযোজনা করেছেন প্রত্যয় হাসান ও মো. শরিফুল ইসলাম। নাটকটি মুক্তি পাবে ১৭ জুলাই (বৃহস্পতিবার) সিনেঘুড়ি এন্টারটেইনমেন্ট-এর ইউটিউব চ্যানেলে।

- Advertisement -spot_img
সর্বশেষ

বিয়ন্সের অপ্রকাশিত গানের অ্যালবামসহ গুরুত্বপূর্ণ সামগ্রী চুরি

বিনোদন ডেস্ক: মার্কিন পপ তারকা বিয়ন্সের অপ্রকাশিত গানের অ্যালবামসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিগত সামগ্রী চুরি হয়েছে। ৮ জুলাই যুক্তরাষ্ট্রের জর্জিয়ার...