26.5 C
Dhaka
মঙ্গলবার, আগস্ট ৫, ২০২৫

মস্কো-পিয়ংইয়ং রুটে প্রথমবার চালু হচ্ছে সরাসরি ফ্লাইট

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
আন্তর্জাতিক ডেস্কঃ

রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে এই প্রথমবারের মতো সরাসরি বিমান চলাচল শুরু হতে যাচ্ছে। রাশিয়ার পরিবহন মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আগামী ২৭ জুলাই থেকে মস্কো-পিয়ংইয়ং রুটে ফ্লাইট চালু করবে রুশ বেসরকারি বিমান সংস্থা নর্ডউইন্ড এয়ারলাইন্স।

সংস্থাটি প্রতি মাসে একবার করে ফ্লাইট পরিচালনা করবে। প্রায় আট ঘণ্টার এই যাত্রা দুই দেশের মধ্যে সরাসরি যাত্রী চলাচলের নতুন দ্বার উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে। সম্প্রতি রাশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ রোসাভিয়াতসিয়া দুই দেশের মধ্যে নিয়মিত ফ্লাইট পরিচালনার অনুমোদন দেয়।

রাশিয়ার পরিবহন মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, “এই প্রথম রাশিয়া ও উত্তর কোরিয়ার রাজধানীর মধ্যে সরাসরি ফ্লাইট চালু হচ্ছে। ভবিষ্যতে যাত্রীদের চাহিদা বিবেচনায় এই রুটকে আরও কার্যকর ও স্থিতিশীল করার পরিকল্পনা রয়েছে।”

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা জানান, “এর আগে রেলপথ সংযোগ পুনরায় চালুর পর এবার বিমান সংযোগ সম্প্রসারণে কাজ করছে মস্কো ও পিয়ংইয়ং।”

প্রসঙ্গত, গত জুনেই রাশিয়া-উত্তর কোরিয়ার মধ্যে বন্ধ থাকা রেলপথ যোগাযোগ পুনরায় চালু করা হয়।

এদিকে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বেইজিংয়ে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভকে স্বাগত জানিয়েছেন। তিনি বর্তমানে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে অংশ নিতে তিয়ানজিন শহরে অবস্থান করছেন।

- Advertisement -spot_img
সর্বশেষ

হাসিনা পালানোর পর প্রথমে ঢুকেছিলাম সংসদ ভবনে : ইব্রাহিম খলিল

খবরের দেশ ডেস্ক : হাসিনা পালানোর পর প্রথমে ঢুকেছিলাম সংসদ ভবনে। সেখানে অনেকক্ষণ থাকার পর তারপর রওনা দিলাম গণভবনের দিকে।...