Your Ads Here 100x100 |
---|
খবরের দেশ ডেস্কঃ
বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসান উদ্দিন সরকার বলেছেন, ‘‘আওয়ামী লীগ এখন ক্ষমতায় নেই, তাই বলে নির্বাচন সহজ হবে—এমনটা ভাবার সুযোগ নেই।’’ তিনি অভিযোগ করেন, ‘‘আওয়ামী লীগের প্রেতাত্মারা ভারতে বসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বানচালের ষড়যন্ত্র করছে।’’
মঙ্গলবার দুপুরে গাজীপুরের টঙ্গী বড় দেওড়া আহসান উল্লাহ সরকার ইসলামিক ফাউন্ডেশন কমপ্লেক্সে ‘সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট’ নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
হাসান উদ্দিন সরকার আরও বলেন, ‘‘বিএনপির কোনো নেতাকর্মীর বিরুদ্ধে মাদকের সংশ্লিষ্টতা বা চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দল থেকে বহিষ্কার করতেও কুণ্ঠাবোধ করা হবে না।’’
৪৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে এবং দেলোয়ার হোসেন দুলালের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন টঙ্গী পশ্চিম থানা বিএনপি নেতা হাজী বাবর আলী, টঙ্গী থানা ওলামা দলের সভাপতি মাওলানা আব্দুস সামাদ, বিএনপি নেতা আবদুল খালেক, আসাদুল্লাহ, জসিম উদ্দিন, আল-আমিন, জাকির হোসেন, নাঈমুল হাসান ও চাঁন মিয়া চান্দু।
সভায় নেতারা দলীয় শৃঙ্খলা বজায় রেখে আগামী নির্বাচনের জন্য মাঠে প্রস্তুত থাকার আহ্বান জানান।