31.2 C
Dhaka
রবিবার, আগস্ট ৩, ২০২৫

রণবীর সিংকে পাশে ঠেলে ভানসালির নতুন বাজি রণবীর কাপুর!

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
বিনোদন ডেস্কঃ

বলিউডের খ্যাতনামা পরিচালক সঞ্জয় লীলা ভানসালির সঙ্গে অভিনেতা রণবীর সিংয়ের সম্পর্ক এখন টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে— এমন গুঞ্জন জোরাল হচ্ছে ইন্ডাস্ট্রিতে। শোনা যাচ্ছে, ভানসালি ‘বাজিরাও মাস্তানি’ ছবির শুটিংকালে রণবীরের অভিনয়ে এতটাই অসন্তুষ্ট হয়েছিলেন যে, তাকে ছবি থেকে বাদ দেওয়ার হুমকি পর্যন্ত দিয়েছিলেন।

পরিচালক হিসেবে নিখুঁত কাজের জন্য পরিচিত ভানসালির কাছে অভিনয়ে সামান্য ঢিলেঢালাও অগ্রহণযোগ্য। তবে রণবীর সিংও সহজে হাল ছাড়ার পাত্র নন। অনেক পরিশ্রম আর আত্মনিবেশের মাধ্যমে তিনি পরিচালককে সন্তুষ্ট করতে সক্ষম হন। ‘রামলীলা’, ‘বাজিরাও মাস্তানি’ ও ‘পদ্মাবত’— একের পর এক সফল সিনেমা তাঁদের জুটিকে বলিউডের অন্যতম সফল পরিচালক-অভিনেতা যুগলে পরিণত করে।

তবে ‘পদ্মাবত’-এর পর থেকেই এই সম্পর্কে ফাটল দেখা দিতে শুরু করে বলে বলিউডের গুঞ্জন। সঞ্জয় লীলা ভানসালি তাঁর পরবর্তী ছবি ‘লভ অ্যান্ড ওয়ার’-এ মুখ্য চরিত্রে রণবীর সিংয়ের বদলে নিয়েছেন রণবীর কাপুরকে। এমনকি রণবীর সিংকে দ্বিতীয় মুখ্য চরিত্রের প্রস্তাব দেওয়ায় আরও ক্ষুব্ধ হয়েছেন এই অভিনেতা। রণবীরের ৪০তম জন্মদিনেও ভানসালিকে আমন্ত্রণ জানানো হয়নি বলে খবর।

গুঞ্জন রয়েছে, ‘বইজু বাওয়ারা’ প্রকল্প থেকেও রণবীর সিংকে বাদ দেওয়ার চিন্তাভাবনা করছেন পরিচালক। যদিও এসব বিষয়ে কেউই এখনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি।

এতে বলিউডের আলোচিত এই পরিচালক-অভিনেতা জুটির ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা।

- Advertisement -spot_img
সর্বশেষ

রাশিয়ার জ্বালানি স্থাপনায় ড্রোনের আঘাতে একটি জ্বালানি ট্যাংকে আগুন ধরে যায়

খবরের দেশ ডেস্ক : রাশিয়ার কৃষ্ণসাগরতীরবর্তী শহর সোচিতে একটি বড় তেল ডিপোতে ভয়াবহ আগুন লেগেছে। দেশটির কর্মকর্তারা দাবি করছেন, ইউক্রেন...