Your Ads Here 100x100 |
---|
খবরের দেশ ডেস্কঃ
তিস্তা মহাপরিকল্পনা চলতি বছরের শেষ নাগাদ চূড়ান্ত হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। মঙ্গলবার সকালে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
রিজওয়ানা হাসান জানান, তিস্তা মহাপরিকল্পনা মূলত বাংলাদেশ ও চীনের যৌথ উদ্যোগে বাস্তবায়িত হচ্ছে। ইতোমধ্যে মাঠপর্যায়ের কাজ প্রায় শেষ। এখন পরিকল্পনার চূড়ান্ত রূপ দেওয়ার জন্য প্রয়োজন দুই দেশের সম্মতি।
তিনি বলেন, “আগামী ১৭ জুলাই বিশেষজ্ঞদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে পাঁচটি মূল বিষয় নিয়ে চূড়ান্ত আলোচনা হবে। এরপর এসব সুপারিশ সরকারের অনুমোদনের জন্য পাঠানো হবে। অনুমোদন পেলে তা অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ERD) মাধ্যমে চীন সরকারের কাছে পাঠানো হবে। চীনা কর্তৃপক্ষ তাদের মূল্যায়ন শেষে চূড়ান্ত রিপোর্ট দিলে প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হবে।”
তিনি আরও বলেন, “এই প্রকল্প বাস্তবায়িত হলে তিস্তা অববাহিকার উন্নয়ন, সেচ সুবিধা, নদীভাঙন রোধ এবং জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।”
পরবর্তীতে উপদেষ্টা কুড়িগ্রামের উদ্দেশে সড়কপথে রওনা হন। এ সময় তার সঙ্গে ছিলেন নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর-ই আলম সিদ্দিকিসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।