Your Ads Here 100x100 |
---|
দেশের জীবন্ত কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন এখন ভালো আছেন। তবে হাসপাতালে চিকিৎসকের তত্ত¡বধানেই আছেন। আজ দুপর সাড়ে ১২টা নাগাদ এই তথ্য জানিয়েছেন কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনের কন্যা ইয়াসমিন ফায়রুজ বাঁধন। তিনি আরও জানান ‘আজ বিকেল (শনিবার) নাগাদ চিকিৎসকরা মায়ের সার্বিক শারিরীক অবস্থার ্িবষয়ে একটি বোর্ড মিটিংয়ে মিলিত হবেন এবং এরপরই পরবর্তী করণীয় নির্ধারণ করবেন।’ বাধঁন আরও জানান, ‘এখন মা ভালো আছেন, আমার সঙ্গে কথা বলছেন। এমনকি আজ (শনিবার) নির্ধারিত সঙ্গীতানুষ্ঠানে অংশ নেওয়ারও আগ্রহ প্রকাশ করেছেন। তবে চিকিৎসকরা বলেছেন, তাঁর কিছুদিন বিশ্রামের প্রয়োজন রয়েছে।’ বাঁধন বলেন, ‘দীর্ঘদিন পর আম্মু মঞ্চে ওঠেন। গানের মাঝপথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। আম্মুর মাথাব্যথা শুরু হয়। পরে তৎক্ষণাৎ তাকে হাসপাতালে নেওয়া হয়।’
উল্লেখ্য, গত শুক্রবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত এই শিল্পীর ‘আমি আছি থাকবো’ শিরোনামের একটি একক গানের অনুষ্ঠানে গান গাইতে গাইতে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে দ্রুত তাঁকে গুলশানের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।