27.8 C
Dhaka
বুধবার, জুলাই ১৬, ২০২৫

ভারতে বসবাস করেও কলেজ থেকে বেতন তোলার অভিযোগ, তদন্তে শিক্ষক দম্পতি

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্কঃ

মাদারীপুরের ডাসার উপজেলার শশিকর শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ দুর্লভানন্দ বাড়ৈ ও তার স্ত্রী সমাজকর্ম বিভাগের প্রভাষক চম্পা রানী মন্ডলের বিরুদ্ধে ভারতে বসবাস করেও কলেজ থেকে নিয়মিত বেতন উত্তোলনের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, তারা দীর্ঘদিন ধরে ভারতের পশ্চিমবঙ্গের কল্যাণীতে বসবাস করছেন।

অধ্যক্ষ দুর্লভানন্দ বাড়ৈ এই অভিযোগ অস্বীকার করে জানান, তার স্ত্রী মেডিকেল ছুটিতে ভারতে আছেন এবং তিনি নিজেও দুই দফায় মোট ৬ মাস ছুটি নিয়েছেন, যা সম্পূর্ণ নিয়মমাফিক। তবে স্থানীয়রা দাবি করছেন, অধ্যক্ষ বাড়ৈ ভারতে থাকাকালীন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে বিমল পান্ডে দায়িত্ব পালন করছেন।

শিক্ষা মন্ত্রণালয়ের তদন্তে অধ্যক্ষ ও তার স্ত্রী বিরুদ্ধে অনিয়ম, নিয়োগ বাণিজ্য ও প্রশাসনিক দুর্নীতির প্রমাণ মেলে। গত ১৮ মার্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর তাদের এমপিও বাতিল করে।

কলেজের একাধিক শিক্ষক জানান, এই দম্পতি গভর্নিং বডি ও প্রশাসনিক মহলের সঙ্গে যোগসূত্র রেখে দীর্ঘদিন অনিয়ম চালিয়ে যাচ্ছেন। অফিস সহায়ক সজল সরকার তাদের সহযোগিতা করেন।

নবগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি প্রেমান্দ সরকার বলেন, ‘দুর্লভানন্দ বাড়ৈ অনিয়ম করে চাকরি নিয়েছেন, ভারতে বাড়ি করেছেন, অথচ বাংলাদেশে বেতন নিচ্ছেন।’

ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল আরেফীন বলেন, ‘তদন্তে অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

- Advertisement -spot_img
সর্বশেষ

জর্জ ডব্লিউ বুশ মধ্যাহ্নভোজের নিমন্ত্রণ দিয়েছিলেন ঐশ্বরিয়াকে,কিন্তু শুটিংয়ের ব্যস্ততার কারণে মধ্যাহ্নভোজে উপস্থিত হতে পারেননি ঐশ্বরিয়া

বিনোদন ডেস্ক : সৌন্দর্যের উপাসনা যাঁরা করেন তাঁদের কাছে সৌন্দর্যের দেবী ঐশ্বর্য রাই বচ্চন ৷ 1973 সালে আজকের দিনেই কর্ণাটকের...