Your Ads Here 100x100 |
---|
খবরের দেশডেস্ক :
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ আওয়ামী লীগ সরকারের আমলে ইনডিপেনডেন্ট পাওয়ার প্ল্যান্ট নিয়ে হওয়া চুক্তিতে অনেক অসংলগ্নতা আছে সেগুলো রিভিউ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এবং অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। দুটি বৈঠকেই সভাপতিত্বে করেন অর্থ উপদেষ্টা।
বৈঠক শেষে বৈঠকের সিদ্ধান্তের বিষয়ে অর্থ উপদেষ্টা সাংবাদিকদের বলেন, ‘ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্ল্যান্ট খাতে অনেকগুলো বিদেশি কোম্পানিও আছে। তাদের চুক্তিগুলো পর্যালোচনা করার জন্য হাইকোর্ট থেকে একটা নির্দেশনা আছে। এ জন্য আলাপ-আলোচনা করে আমরা এটা করব। এ জন্য আইনি সহায়তা দরকার। সেটা করার জন্য আমরা একটা প্রস্তাব অনুমোদন করেছি। এখানে আইনি ব্যাপার আছে।’
একতরফা তো এটা করা যাবে না, বলেন অর্থ উপদেষ্টা।