29 C
Dhaka
শনিবার, মার্চ ১৫, ২০২৫

পরীমনিকে জড়িয়ে যেন কোনো ইস্যু বানানো না হয়: সাদী

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

প্রকাশিত হয়েছে তরুণ শিল্পী সাদীর নতুন গান ‘কুফা’। গানটির জন্য শুভকামনা জানিয়েছেন দেশের আলোচিত চিত্রনায়িকা পরীমনি। একই দিনে শেখ সাদী একটি ভিডিও বার্তা দিয়েছেন। সেখানে তিনি পরিষ্কার ভাষায় বলেছেন, পরীমনিকে জড়িয়ে যেন কোনো ইস্যু বানানো না হয়।

পরীমনির ফেসবুকে পোস্ট করা ভিডিওতে একাধিকবার দেখা গেছে ‘ললনা’ খ্যাত গায়ক শেখ সাদীকে। সম্প্রতি আদালতে পরীমনির জামিনদার হওয়ার পর থেকে তরুণ এই গায়ক নতুনভাবে আলোচনায়। এমনকি এর পর থেকে ‘ভুল শিরোনামে সংবাদ’ হওয়ার দাবিও করেছেন সাদী। বিষয়টি নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন বলে জানান এই গায়ক।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় শেখ সাদী বলেন, ‘সাংবাদিক ভাই-বোন যাঁরাই আছেন, অনুরোধ রইল, আপনারা মনগড়া নিউজ বানাবেন না। শেখ সাদী তাঁর এই ব্যক্তিগত বিষয় নিয়ে কোনো ধরনের মন্তব্য করতে চান না।’ তিনি বলেন, ‘ব্যক্তিগত কোনো বিষয় নিয়ে আমি মন্তব্য করতে চাচ্ছি না। সুতরাং এটা নিয়ে জোর করে ইস্যু ক্রিয়েট করবেন না।’ শেখ সাদী আরও বলেন, ‘অনেক সাংবাদিকের সঙ্গে ব্যক্তিগতভাবে পরিচয় রয়েছে, তাঁদের সঙ্গে স্বাভাবিক আলাপ–আলোচনা হয়। কিন্তু সেসব আলাপ ভুল ব্যাখ্যা করে উপস্থাপন ঠিক না। প্লিজ আপনারা এটা না করলে আমার ভালো হবে। এই বিষয়ে যেসব কথা হচ্ছে, এতে আমি ব্যক্তিগতভাবে বিব্রত বোধ করছি। দেশে আরও গুরুত্বপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে, নিউজ করলে সেসব বিষয়ে করা উচিত।’

- Advertisement -spot_img
সর্বশেষ

কী অবস্থা মাগুরার সেই শোকার্ত গ্রামটির।

প্রায় আট দিন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করে পরাজিত হওয়া মাগুরার আট বছর বয়সী শিশুটির বাড়িতে এখনো শোকের ছায়া।...