Your Ads Here 100x100 |
---|
খবরের দেশ ডেস্কঃ
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে ‘জাতীয় সংস্কারক’ ঘোষণা করা হবে কি না, তা নিয়ে সমালোচনা ও জটিলতা তৈরি হয়েছে। তবে তার পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে, তিনি নিজে এমন কোনো উপাধি চান না।
মঙ্গলবার (১৫ জুলাই) অধ্যাপক ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম এক ফেসবুক বিবৃতিতে জানান, সরকারকে হাইকোর্টের একটি বেঞ্চের রিট আবেদনের প্রেক্ষিতে দেওয়া রুলের বিষয়ে জানানো হয়েছে। ওই রুলে জানতে চাওয়া হয়েছে, কেন অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে ‘জাতীয় সংস্কারক’ ঘোষণা করা হবে না।
বিবৃতিতে বলা হয়, এই বিষয়ে অধ্যাপক ইউনূসের নিজস্ব অবস্থান রয়েছে। তিনি চান না তাকে ‘জাতীয় সংস্কারক’ উপাধিতে ভূষিত করা হোক। একই সঙ্গে সরকারের পক্ষ থেকেও এমন কোনো পরিকল্পনা নেই।
শফিকুল আলম আরও জানান, রিট আবেদনের পেছনে আসল উদ্দেশ্য ও আবেদনকারী সম্পর্কে স্পষ্ট ধারণা নেই। বিষয়টি অ্যাটর্নি জেনারেলের কার্যালয় পর্যালোচনা করবে।
উল্লেখ্য, গতকাল সোমবার হাইকোর্ট ‘জুলাই অভ্যুত্থান’-এ শহীদ আবু সাঈদ, মীর মুগ্ধ, ওয়াসিমসহ অন্যদের কেন ‘জাতীয় বীর’ ঘোষণা করা হবে না এবং শহীদদের তালিকা গেজেট আকারে প্রকাশের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে রুল জারি করে। মন্ত্রিপরিষদ সচিব ও আইন সচিবকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
এই রুল নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলো বেধে বসলেও অধ্যাপক মুহাম্মদ ইউনূস নিজে এ বিষয়ে অসন্তোষ প্রকাশ করায় নতুন রাজনৈতিক বিতর্ক সৃষ্টি হয়েছে।