26.8 C
Dhaka
বুধবার, জুলাই ১৬, ২০২৫

জাবি উপাচার্য: আমরা বিভাজিত হলে পরাজিত শক্তি জয়ী হবে

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্কঃ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুল আহসান বলেছেন, “জুলাই না বাঁচলে আমরা বাঁচব না—এ কথাটি আমাদের বিশ্বাস করতে হবে। আমরা বিভক্ত হলে পরাজিত শক্তি জয়ী হবে।”

সোমবার (১৪ জুলাই) রাতে ‘জুলাইয়ের শপথ, জাহাঙ্গীরনগর মানেই প্রতিরোধ’ শীর্ষক প্রতিপাদ্যে আয়োজিত প্রতিবাদী জমায়েত ও স্মারকস্তম্ভ স্থাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

উপাচার্য বলেন, “গোটা বাংলাদেশে দস্যুপনা শুরু হয়েছে। এগুলো বন্ধ করতে হবে। রাজনৈতিক দলগুলোকেও সংস্কারের নামে বিভাজন থেকে বিরত থাকতে হবে।”

অনুষ্ঠানের মাধ্যমে জাবি প্রশাসন জুলাই-আগস্টের কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন ও ‘৩৬ জুলাই স্বৈরাচার হাসিনার পতন দিবস উদযাপন-২০২৫’ কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. শামছুল আলম।

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের সামনে আয়োজিত জমায়েতে বক্তব্য রাখেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব।

২০২৪ সালের ১৪ জুলাই রাতে ছাত্রলীগ নেতাকর্মীদের হামলার শিকার শিক্ষার্থীদের মধ্যে আশেক মাহমুদ, নাদিয়া রহমান অন্বেষা, রাকিবুল ইসলামসহ অনেকে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. কামরুজ্জামান।

- Advertisement -spot_img
সর্বশেষ

বিয়ন্সের অপ্রকাশিত গানের অ্যালবামসহ গুরুত্বপূর্ণ সামগ্রী চুরি

বিনোদন ডেস্ক: মার্কিন পপ তারকা বিয়ন্সের অপ্রকাশিত গানের অ্যালবামসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিগত সামগ্রী চুরি হয়েছে। ৮ জুলাই যুক্তরাষ্ট্রের জর্জিয়ার...