Your Ads Here 100x100 |
---|
বিনোদন ডেস্ক:
মার্কিন পপ তারকা বিয়ন্সের অপ্রকাশিত গানের অ্যালবামসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিগত সামগ্রী চুরি হয়েছে। ৮ জুলাই যুক্তরাষ্ট্রের জর্জিয়ার আটলান্টা শহরের একটি ফুড হলের সামনে এ ঘটনা ঘটে।
আটলান্টা পুলিশ জানিয়েছে, বিয়ন্সের কোরিওগ্রাফার ক্রিস্টোফার গ্রান্ট ও নৃত্যশিল্পী দিয়ান্দ্রে ব্লু একটি কালো জিপ ওয়াগোনিয়ার গাড়ি ভাড়া করে ফুড হলে প্রবেশ করেন। কিছুক্ষণের মধ্যে ফিরে এসে দেখেন, গাড়ির পেছনের কাচ ভাঙা এবং দুটি স্যুটকেস চুরি গেছে।
চুরি হওয়া স্যুটকেসে ছিল বিয়ন্সের ওয়াটার মার্কযুক্ত পাঁচটি জাম্প ড্রাইভ, যাতে সংরক্ষিত ছিল তার অপ্রকাশিত অ্যালবাম, শোর পরিকল্পনার ভিডিও ফুটেজ, পুরোনো ও ভবিষ্যৎ শোর সেটলিস্ট। আরও চুরি হয়েছে একটি ল্যাপটপ, ডিজাইনার পোশাক ও অ্যাপল এয়ারপডস।
পুলিশ জানিয়েছে, চুরি হওয়া ডিভাইসগুলোর ট্র্যাকিং সিস্টেমের সাহায্যে চোরের অবস্থান শনাক্তের চেষ্টা চলছে। ঘটনাস্থল থেকে দুটি আঙুলের ছাপ সংগ্রহ করা হয়েছে।
ইতোমধ্যে একজন সন্দেহভাজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, তবে তদন্তের স্বার্থে তার পরিচয় প্রকাশ করা হয়নি।
এ ঘটনায় এখনো বিয়ন্সের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য আসেনি।
চুরির মাত্র দুই দিন পরেই আটলান্টায় শুরু হয় বিয়ন্সের চারদিনব্যাপী ‘কাউবয় কার্টার’ ট্যুর। এই চুরির ঘটনা পারফরম্যান্সে প্রভাব ফেলেছে কি না, তা এখনো পরিষ্কার নয়।
সংগীত অঙ্গনের সংশ্লিষ্টরা ঘটনাটিকে বড় ধরনের নিরাপত্তা হুমকি হিসেবে দেখছেন। অ্যালবাম ফাঁস হওয়ার আশঙ্কাও রয়েছে।