30.9 C
Dhaka
শুক্রবার, আগস্ট ১, ২০২৫

রাজশাহীতে অভিনব কৌশলে হেরোইন পাচার, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
 রাজশাহী প্রতিনিধি:

রাজশাহীতে অভিনব কৌশলে হেরোইন পাচারের সময় এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। সোমবার (১৪ জুলাই) বিকেল পৌনে ৪টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশনের প্রথম শ্রেণির যাত্রী বিশ্রামাগার থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম ফাহারুল ইসলাম (৩০)। তিনি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার হাবাজপুর এলাকার বাসিন্দা।

র‌্যাবের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফাহারুল ইসলামের কাছ থেকে ৭৩ গ্রাম হেরোইন, একটি মোবাইল ফোন এবং একটি সিমকার্ড জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফাহারুল ইসলাম স্বীকার করেছেন, তিনি জব্দকৃত হেরোইন টাঙ্গাইল জেলায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।

র‌্যাব আরও জানায়, দীর্ঘদিন ধরেই ফাহারুল মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং বিভিন্ন সময় তিনি অভিনব কৌশলে মাদক পরিবহন করতেন।

এ ঘটনায় রাজশাহী রেলওয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এ বিষয়ে আরও তদন্ত চলছে বলে জানায় র‌্যাব।

- Advertisement -spot_img
সর্বশেষ

১৮ বছরের শাফিন আহমেদ কীভাবে মাইলস ব্যান্ডে যুক্ত হয়েছিলেন?

শাফিন আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকীতে ফিরে তাকাতে চাই মাইলসের শুরুর দিনগুলোতে। তখন ১৮ বছরের শাফিন আহমেদ কীভাবে এই ব্যান্ডে যুক্ত...