Your Ads Here 100x100 |
---|
আন্তর্জাতিক ডেস্কঃ
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৪৯৪ জন অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ (ইমিগ্রেশন)। সেরিকামবাগানের পুত্রা পারমাই সেলেসা অ্যাপার্টমেন্ট এলাকায় পরিচালিত এক যৌথ অভিযানে তাদের আটক করা হয়।
মঙ্গলবার (১৫ জুলাই) রাত ১০টার দিকে এই অভিযান পরিচালনা করে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ (JIM), কুয়ালালামপুর জিম, জেনারেল অপারেশনস ফোর্স (PGA), সুবাং জায়া সিটি কাউন্সিল (MBSJ), জাতীয় নিবন্ধন বিভাগ (JPN) এবং সিভিল ডিফেন্স ফোর্স (APM)।
অভিযানে মোট ৭৪১ জন বিদেশিকে তল্লাশি করা হয়। পরিচয়পত্র না থাকা, ভিসার শর্ত লঙ্ঘন, অতিরিক্ত সময় অবস্থান, জাল পরিচয়পত্র বহনসহ বিভিন্ন অভিযোগে ৩৫৭ জন পুরুষ, ১০৭ জন নারী এবং ৩২ শিশুকে আটক করা হয়েছে।
ইমিগ্রেশনের উপ-মহাপরিচালক (অপারেশনস) জাফরি এমবক তাহা জানান, আটক ব্যক্তিদের মধ্যে ইন্দোনেশিয়া, মিয়ানমার, বাংলাদেশ, নেপাল, পাকিস্তান, থাইল্যান্ড ও কম্বোডিয়ার নাগরিক রয়েছে।
তাদের অনেকেই সেলাঙ্গরের পাইকারি বাজার, নির্মাণ খাত এবং গৃহকর্মে নিয়োজিত ছিলেন। এই এলাকা অবৈধ অভিবাসীদের জন্য ‘হটস্পট’ হিসেবে পরিচিত বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, অভিবাসন আইন, পাসপোর্ট আইন ও মানবপাচারবিরোধী আইনের আওতায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে জনসাধারণকে অবৈধ অভিবাসীদের বিষয়ে তথ্য দিতে অনুরোধ করা হয়েছে।
এছাড়া, ইমিগ্রেশন বিভাগ ‘অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচি ২.০’ চালু করেছে, যা চলবে ১৯ মে ২০২৫ থেকে ৩০ এপ্রিল ২০২৬ পর্যন্ত। এ সময়ে ৫০০ রিঙ্গিত জরিমানা ও ২০ রিঙ্গিতের বিশেষ পাশ নিয়ে অবৈধ অভিবাসীরা স্বেচ্ছায় দেশে ফেরার সুযোগ পাবেন।