Your Ads Here 100x100 |
---|
বিনোদন ডেস্ক:
বলিউড তারকা দম্পতি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানির ঘরে এসেছে নতুন অতিথি। বিয়ের দেড় বছর পর কন্যা সন্তানের জন্ম দিলেন কিয়ারা। মঙ্গলবার সকালে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে কন্যাসন্তানের জন্ম হয় বলে জানিয়েছে আনন্দবাজার অনলাইন।
গত মে মাসে নিউইয়র্কে মেট গালার অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন কিয়ারা। লাল গালিচায় হাঁটার সময় স্পষ্ট ছিল তার গর্ভাবস্থা। এরপর থেকে তাকে প্রকাশ্যে খুব একটা দেখা যায়নি। সম্প্রতি তাকে হাসপাতালে যাতায়াত করতে দেখা গেলেও সাংবাদিকদের এড়িয়ে চলছিলেন। নিরাপত্তার কারণে গাড়ি থেকে ছাতা দিয়ে ঢেকে নামানো হচ্ছিল তাকে। এ সময় হবু বাবা সিদ্ধার্থকে কিছুটা বিরক্তও দেখা গেছে।
মঙ্গলবার সকাল থেকেই সিদ্ধার্থের মা, কিয়ারার বাবা এবং ঘনিষ্ঠজনেরা হাসপাতালে উপস্থিত ছিলেন। নতুন অতিথির আগমনে পরিবারে খুশির জোয়ার।
এর আগে গত মার্চে এক জোড়া ছোট্ট সাদা মোজার ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে কিয়ারা-সিদ্ধার্থ লিখেছিলেন, ‘আমাদের জীবনের সেরা উপহার আসছে শিগগিরই।’ সেই অপেক্ষার অবসান হলো এবার।
২০২৩ সালের ফেব্রুয়ারিতে জয়সলমেরে রাজকীয় আয়োজনে বিয়ে করেন তারা। এর আগে ২০২১ সালে ‘শেরশাহ’ সিনেমায় জুটি বাঁধেন তারা। তবে তাদের প্রথম দেখা হয় ২০১৮ সালে ‘লাস্ট স্টোরিজ’-এর শুটিংয়ের সময়। তখন থেকেই প্রেমের শুরু, যা পৌঁছায় বিয়েতে, আর এখন এসে ঠেকল মাতৃত্ব-পিতৃত্বে।
সন্তান ও মা দুজনেই সুস্থ আছেন বলে পরিবার সূত্রে জানা গেছে।