Your Ads Here 100x100 |
---|
খবরের দেশ ডেস্কঃ
নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট থেকে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রতীক ‘নৌকা’ সরিয়ে ফেলা হয়েছে। বুধবার সকালে ওয়েবসাইটে ঢুকে দেখা যায়, প্রতীকটি তালিকাভুক্ত নেই।
নির্বাচন কমিশনের সিস্টেম ম্যানেজার মো. রফিকুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, “ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে প্রতীকটি সরিয়ে নেওয়া হয়েছে।”
এর আগে মঙ্গলবার রাতে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ফেসবুক পোস্টে নির্বাচন কমিশনের সমালোচনা করেন। তিনি প্রশ্ন তোলেন, ‘নৌকা মার্কাটি কোন যুক্তিতে আবার শিডিউলভুক্ত করা হলো?’
সম্প্রতি নির্বাচন পরিচালনা বিধিমালার খসড়া সংশোধনের আলোকে নতুন করে প্রতীক তালিকা তৈরি হচ্ছে। সেখানে ১১৫টি প্রতীক সংরক্ষণের প্রস্তাব করা হয়েছে। যদিও জামায়াতে ইসলামীর ‘দাঁড়িপাল্লা’ প্রতীক যুক্ত থাকলেও নিবন্ধন স্থগিত থাকা আওয়ামী লীগের ‘নৌকা’ প্রতীকও তাতে রাখা হয়, যা নিয়ে নানা বিতর্ক শুরু হয়।
এ বিষয়ে এক নির্বাচন কমিশনার আগেই বলেছিলেন, “প্রতীক কখনও নিষিদ্ধ হয় না, এটি কমিশনের সম্পত্তি হিসেবে থাকে।” তবে নতুন পরিস্থিতিতে প্রতীক বাতিল বা স্থগিত রাখার সিদ্ধান্তে পরিবর্তন এসেছে বলে ধারণা করা হচ্ছে।
বর্তমানে ইসির ওয়েবসাইটে তালিকাভুক্ত প্রতীকের সংখ্যা ৬৯টি, যা নতুন তালিকায় ১১৫-তে পৌঁছাতে পারে।