Your Ads Here 100x100 |
---|
খবরের দেশ ডেস্কঃ
মেহেরপুর শহরের হোটেল বাজার এলাকায় বেপরোয়া ট্রাকের ধাক্কায় সরফরাজ খান সোনা (৫৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে রনি রেস্তোরাঁর সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সরফরাজ খান সোনা শহরের পুরাতন পোস্ট অফিস পাড়ার বাসিন্দা ও মৃত শামসুল আলম খান মোংলার ছেলে। তিনি পেশায় কাঁচ ব্যবসায়ী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ট্রাক মেহেরপুর কলেজ মোড় থেকে হোটেল বাজারের দিকে দ্রুতগতিতে আসছিল। একই সময় সোনা তার মোটরসাইকেলে বিপরীত দিক থেকে আসছিলেন। রনি রেস্তোরাঁর সামনে ট্রাকটি তাকে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে চাকার নিচে পিষ্ট হন। আশপাশের লোকজন দ্রুত উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই ট্রাকচালক ট্রাকটি নিয়ে পালিয়ে যান। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দীন জানান, মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। ঘাতক ট্রাক ও চালককে শনাক্তে অভিযান চালানো হচ্ছে।