27.3 C
Dhaka
বুধবার, জুলাই ১৬, ২০২৫

দক্ষিণী সুপারস্টার রবি তেজার পিতা ভূপাতিরাজু রাজগোপাল রাজু আর নেই

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
বিনোদন ডেস্কঃ

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা রবি তেজার বাবা ভূপাতিরাজু রাজগোপাল রাজু মঙ্গলবার  (১৫ জুলাই) রাতে হায়দরাবাদে প্রয়াত হয়েছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর।

রাজগোপাল রাজু পেশায় ছিলেন একজন ফার্মাসিস্ট। ছেলে রবি তেজা চলচ্চিত্র জগতের সুপারস্টার হলেও তিনি নিজে নিভৃত ও শান্তিপূর্ণ জীবন যাপন করতেন। পরিবারসহ কাজের সুবাদে রাজগোপাল রাজুর বসবাস বিভিন্ন শহরে—জয়পুর, দিল্লি, মুম্বাই ও ভোপাল ইত্যাদিতে হয়েছিল।

রবি তেজা যখন তার ক্যারিয়ারের শিখরে পৌঁছেছিলেন, তখনও তার বাবা পেশাগত জীবনে ব্যস্ত ছিলেন। তিনি ও তার স্ত্রী রাজ্যলক্ষ্মী খুব কম জনসম্মুখে আসতেন।

কয়েক বছর আগে রবি তেজার ছোট ভাই ভরত রাজু এক মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় মারা যান। এই দুঃখের মাঝে এবার রবি তেজার পিতার মৃত্যুতে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া নেমে এসেছে। ভক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক ও সমবেদনা জানাচ্ছেন।

রবি তেজার আসল নাম ভূপাতিরাজু রবি শঙ্কর রাজু। ১৯৯৭ সালে ‘সিন্ধুরাম’ ছবির মাধ্যমে তিনি বড় পর্দায় বড় পরিচিতি পান। তার আগে সহকারী পরিচালক হিসেবেও কাজ করেছেন। নব্বইয়ের দশকে ‘রবি তেজা’ নামেই তিনি চলচ্চিত্র জগতে প্রবেশ করেন।

 

- Advertisement -spot_img
সর্বশেষ

পায়ের বিশেষ যত্ন নেন রাশমিকা মান্দানা, খরচ মাত্র ৫০ টাকা!

বিনোদন ডেস্কঃ দক্ষিণী সুপারস্টার রাশমিকা মান্দানা ব্যস্ততম শিডিউলের মাঝেও নিজের যত্ন নিতে কখনোই পিছপা হন না। ‘পুষ্পা’ সিনেমার জনপ্রিয় নায়িকা...