Your Ads Here 100x100 |
---|
খবরের দেশ ডেস্কঃ
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে হামলার ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে শহরের পরিস্থিতি। আজ বুধবার বেলা পৌনে তিনটার দিকে পৌর পার্কে সমাবেশ শেষে নেতা-কর্মীদের ঘিরে হামলা চালায় একদল লাঠিসোঁটা হাতে সশস্ত্র ব্যক্তি। ঘটনার পর জেলায় ১৪৪ ধারা জারি করে স্থানীয় প্রশাসন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সমাবেশ শেষ হতেই চারদিক থেকে এসে এনসিপি কর্মীদের ঘিরে ফেলে হামলাকারীরা। পুলিশ ও সেনাবাহিনী সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এনসিপির নেতা-কর্মীরা দ্রুত গাড়ি ঘুরিয়ে এলাকা ত্যাগ করেন।
সমাবেশস্থলে হামলাকারীরা মঞ্চ ভাঙচুর করে, চেয়ার ছুড়ে মারে এবং ব্যানার ছিঁড়ে ফেলে। এনসিপির নেতা-কর্মীরা অভিযোগ করেন, হামলাকারীরা আওয়ামী লীগের সমর্থক। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, “আমাদের নিরাপত্তার আশ্বাস দেওয়া হলেও, বাস্তবে প্রশাসন ছিল নিষ্ক্রিয়।”
এর আগে সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার খাটিগড় চরপাড়া এলাকায় পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। আহত হন তিন পুলিশ সদস্য। পরে ইউএনও এম রাকিবুল হাসানের গাড়িতেও হামলা হয়, আহত হন চালক।
‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে এনসিপি আজ গোপালগঞ্জে সমাবেশ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ ও র্যাব।