27.6 C
Dhaka
বৃহস্পতিবার, জুলাই ১৭, ২০২৫

১২৮ বছর পর অলিম্পিক গেমসে ফিরছে ক্রিকেট, সময়সূচি ঘোষণা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
স্পোর্টস ডেস্কঃ

অবশেষে ১২৮ বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে—২০২৮ সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিকে ফিরছে ক্রিকেট। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) সম্প্রতি প্রকাশিত সূচিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। টি-টোয়েন্টি ফরম্যাটে এই প্রতিযোগিতা হবে ১২ থেকে ২৯ জুলাই পর্যন্ত। নারী ও পুরুষ—দুই বিভাগেই হবে খেলা।

ক্রিকেট সর্বশেষ অলিম্পিকে খেলেছিল ১৯০০ সালে, প্যারিস আসরে। অংশ নিয়েছিল মাত্র দুটি দল—গ্রেট ব্রিটেন ও ফ্রান্স। সেখানে স্বর্ণ জিতেছিল গ্রেট ব্রিটেন। এর পর দীর্ঘ বিরতি শেষে দ্বিতীয়বারের মতো অলিম্পিক গেমসে ফিরছে ক্রিকেট।

২০২৮ অলিম্পিকে ছয়টি করে দল খেলবে নারী ও পুরুষ বিভাগে। প্রতিটি দলে থাকবে সর্বোচ্চ ১৫ জন খেলোয়াড়। ম্যাচগুলো হবে পোনোমার ফেয়ারগ্রাউন্ডস ক্রিকেট স্টেডিয়ামে, যেটি লস অ্যাঞ্জেলস শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে। প্রতিদিন দুটি করে ম্যাচ হবে—সকাল ৯টা এবং সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে (স্থানীয় সময়)।

নারীদের ফাইনাল হবে ১৯ জুলাই, আর পুরুষদের পদক নির্ধারণী ম্যাচ ২৯ জুলাই। আইসিসি ও আইওসি আশাবাদী, এই অন্তর্ভুক্তির ফলে ক্রিকেট আরও জনপ্রিয়তা পাবে যুক্তরাষ্ট্রসহ অলিম্পিকভুক্ত দেশগুলোতে।

- Advertisement -spot_img
সর্বশেষ

‘সোনা জান’ গেয়েছেন কণা

বিনোদন ডেস্ক : নতুন একটি গান নিয়ে হাজির হলেন কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা। ‘সোনা জান’ শিরোনামের এই গানটি প্রকাশ হয়েছে...