28.2 C
Dhaka
বুধবার, জুলাই ১৬, ২০২৫

গোপালগঞ্জে উত্তপ্ত পরিস্থিতি: নিয়ন্ত্রণে মাঠে সেনাবাহিনী-বিজিবি-পুলিশ

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্কঃ

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচিকে কেন্দ্র করে সহিংসতায় উত্তপ্ত হয়ে ওঠে শহর। বুধবার (১৬ জুলাই) বিকেলে এনসিপির সমাবেশ শেষে ফেরার পথে দলটির গাড়িবহরে হামলার ঘটনায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

বিকেল ৩টা ৫৫ মিনিটে বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে চার প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। এর আগে থেকেই সেনাবাহিনী ও পুলিশ শহরে দায়িত্ব পালন করছিল।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, দুপুর দেড়টার দিকে পৌরপার্ক এলাকায় আয়োজিত এনসিপির সমাবেশে হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা। মঞ্চ ভাঙচুর, মাইক ও সাউন্ড সিস্টেম ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়।

সমাবেশ শেষে শহর ত্যাগের সময় এনসিপির গাড়িবহরে ফের হামলা হয়। এতে পুলিশ ও সেনাবাহিনীর গাড়িতেও হামলার ঘটনা ঘটে। পরে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি ছোড়ে। এনসিপির নেতারা হামলার পর নিরাপত্তার জন্য সরকারি স্থাপনায় অবস্থান নেন।

- Advertisement -spot_img
সর্বশেষ

পায়ের বিশেষ যত্ন নেন রাশমিকা মান্দানা, খরচ মাত্র ৫০ টাকা!

বিনোদন ডেস্কঃ দক্ষিণী সুপারস্টার রাশমিকা মান্দানা ব্যস্ততম শিডিউলের মাঝেও নিজের যত্ন নিতে কখনোই পিছপা হন না। ‘পুষ্পা’ সিনেমার জনপ্রিয় নায়িকা...