Your Ads Here 100x100 |
---|
আন্তর্জাতিক ডেস্কঃ
অবসরপ্রাপ্ত মার্কিন স্পেশাল এজেন্ট রবার্ট লেভিনসনের অপহরণ, আটক ও সম্ভাব্য মৃত্যুর সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাকিস্তানে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত রেজা আমিরি মোগাদামের নাম যুক্ত করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (এফবিআই)।
এফবিআইয়ের দাবি, মোগাদাম ইরানের গোয়েন্দা ও নিরাপত্তা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা। রবার্ট লেভিনসন ২০০৭ সালের ৮ মার্চ ইরানের কিশ দ্বীপে ভ্রমণ করার পর থেকে নিখোঁজ। পরদিন থেকেই তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
২০১০ ও ২০১১ সালে লেভিনসনকে বন্দি অবস্থায় দেখানো একটি ভিডিও ও ছবি প্রকাশ পায়, যা তার জীবিত থাকার আভাস দেয়। তবে পরে তাকে আর দেখা যায়নি।
২০২৫ সালের মার্চে মার্কিন ট্রেজারি বিভাগ মোগাদামসহ কয়েকজন ইরানি কর্মকর্তাকে লেভিনসনের অপহরণ ও মৃত্যুর সঙ্গে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত করে। এরপর থেকে এফবিআই তাদের মোস্ট ওয়ান্টেড তালিকায় নাম প্রকাশ করে এবং আরও জড়িতদের শনাক্তে তদন্ত চালিয়ে যাচ্ছে।
এ নিয়ে মার্কিন সিনেটের বৈদেশিক সম্পর্ক কমিটির চেয়ারম্যান সিনেটর জিম রিশ বলেন, “আমরা বব লেভিনসনের অপহরণের জন্য ইরানকে জবাবদিহির মুখোমুখি করছি। আমেরিকার একজন দেশপ্রেমিক নাগরিকের অপহরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”
এই পদক্ষেপটি এসেছে ইরান-ইসরায়েলের ১২ দিনের সামরিক উত্তেজনার পর, যেখানে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায়।