27.3 C
Dhaka
বুধবার, জুলাই ১৬, ২০২৫

বিয়ের মেহেদি শুকানোর আগেই রাজপথে, টিয়ারশেল খেয়েছি: লামিয়া ইসলাম

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্কঃ

জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম মুখ লামিয়া ইসলাম। রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলনের আহ্বায়ক এই তরুণ নেত্রী রাজনীতি করেছেন ঠিক বিয়ের সাজ খুলে ফেলতে না ফেলতেই। নিজের ভাষায়, “বিয়ের মেহেদি তখনও টকটকে লাল, আর আমি প্ল্যাকার্ড হাতে মিছিলে।”

ছাত্রজীবন থেকেই রাজনীতিতে সক্রিয় লামিয়া বর্তমানে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্নাতক শেষ বর্ষে পড়ছেন। বাসস-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, “আমার রাজনীতিতে আসার মূল লক্ষ্য রাষ্ট্র ও শিক্ষা ব্যবস্থার কাঠামোগত সংস্কার।”

তিনি বলেন, “১২ জুলাই আমার বিয়ে হয়। তার আগের দিনও আমি ব্লকেডে অংশ নিয়েছি। এরপর দুইদিন কিছুটা বিরতিতে থাকলেও আর নিজেকে আটকে রাখতে পারিনি। শ্বশুরবাড়ি থেকে নানা অজুহাতে বেরিয়ে আবার রাজপথে ফিরে এসেছি।”

আন্দোলনের সময়কার অভিজ্ঞতা স্মরণ করে লামিয়া বলেন, “পুলিশ আন্দোলনকারীদের ফোন চেক করতো। আমি কাগজে মায়ের নাম, স্বামীর নম্বর লিখে সঙ্গে রাখতাম, যদি কিছু হয়ে যায়—লাশ যেন চিনতে পারা যায়।”

২ আগস্টের শাহবাগ সংঘর্ষের কথা বলতে গিয়ে তিনি বলেন, “আমার চোখের সামনেই দুজন গুলিবিদ্ধ হয়ে পড়ে যান। সেই দৃশ্য এখনো আমাকে নাড়া দেয়।”

গণঅভ্যুত্থানের পরেও কাঙ্ক্ষিত কাঠামোগত পরিবর্তন হয়নি বলে মনে করেন তিনি। “জুলাইয়ের সনদ ও আহতদের চিকিৎসা নিশ্চিত না হলে এ বিজয় পূর্ণতা পাবে না,” বলেন লামিয়া।

- Advertisement -spot_img
সর্বশেষ

পায়ের বিশেষ যত্ন নেন রাশমিকা মান্দানা, খরচ মাত্র ৫০ টাকা!

বিনোদন ডেস্কঃ দক্ষিণী সুপারস্টার রাশমিকা মান্দানা ব্যস্ততম শিডিউলের মাঝেও নিজের যত্ন নিতে কখনোই পিছপা হন না। ‘পুষ্পা’ সিনেমার জনপ্রিয় নায়িকা...