Your Ads Here 100x100 |
---|
খবরের দেশ ডেস্কঃ
মালয়েশিয়ায় জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে আটক হওয়া বাংলাদেশিদের আইনি ও কনস্যুলার সহায়তা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে সরকার। বুধবার (১৬ জুলাই) ফরেন সার্ভিস একাডেমিতে ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠানের মাসব্যাপী ফটোগ্রাফি ও গ্রাফিতি প্রদর্শনী উদ্বোধনকালে এ তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
তিনি বলেন, “সরকার ইতিমধ্যে আটক ব্যক্তিদের কনস্যুলার সুবিধা প্রদান করেছে। আমাদের হাইকমিশন তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে।”
তৌহিদ হোসেন আরও জানান, মালয়েশিয়া সরকার জঙ্গিবাদ বিরোধী অভিযান অব্যাহত রাখবে এবং এ বিষয়ে বাংলাদেশকে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করছে। তিনি উল্লেখ করেন, “তদন্ত চলছে মোট ৩৫ জন আটককের মধ্যে ৫ জনের বিস্তারিত ব্যাপকভাবে যাচাই-বাছাই করা হচ্ছে।”
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, মালয়েশিয়ার প্রচলিত আইন অনুযায়ী, সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ৫ থেকে ৭ বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়া হতে পারে।
সম্প্রতি মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকেও এ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তৌহিদ হোসেন বলেন, “দুটি দেশের গোয়েন্দা সংস্থা ও তদন্তকারীরা জঙ্গি সন্দেহে আটক বাংলাদেশিদের বিষয়ে একযোগে কাজ করছে।”
মালয়েশিয়ায় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের মধ্যে বাংলাদেশের নাগরিকদের নিরাপত্তা ও অধিকার রক্ষায় সরকারের উদ্যোগ নেওয়ার বিষয়টিও গুরুত্ব পেয়েছে।
সরকারি পদক্ষেপের মাধ্যমে আটক বাংলাদেশিদের আইনি সুরক্ষা ও কনস্যুলার সেবা নিশ্চিত করার চেষ্টা চলছে।