28.2 C
Dhaka
বুধবার, জুলাই ১৬, ২০২৫

পায়ের বিশেষ যত্ন নেন রাশমিকা মান্দানা, খরচ মাত্র ৫০ টাকা!

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
বিনোদন ডেস্কঃ

দক্ষিণী সুপারস্টার রাশমিকা মান্দানা ব্যস্ততম শিডিউলের মাঝেও নিজের যত্ন নিতে কখনোই পিছপা হন না। ‘পুষ্পা’ সিনেমার জনপ্রিয় নায়িকা বিশেষ করে পায়ের যত্নে অত্যন্ত যত্নশীল। সিনেমার এক দৃশ্যে তাঁর পায়ে আল্লু অর্জুনের মুখ স্পর্শ করার দৃশ্যটি ভাইরাল হওয়ার পর থেকেই দর্শকদের নজর কাড়ে রাশমিকার কোমল এবং সুশ্রী পা।

রাশমিকা মনে করেন, পা শরীরের সবচেয়ে পরিশ্রমী অঙ্গ, তাই এর যত্ন নেওয়া জরুরি। এ জন্য তিনি বেছে নিয়েছেন একদম সহজ, সস্তা ও কার্যকর একটি উপাদান — এপসম সল্ট। ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল’ জানায়, রাশমিকা নিয়মিত উষ্ণ জলে এপসম সল্ট ভিজিয়ে রাখেন পা। এতে পায়ের পেশির চাপ কমে এবং মানসিক প্রশান্তিও লাভ হয়। বাজারে এপসম সল্ট মাত্র ৫০ থেকে ১০০ টাকায় পাওয়া যায়।

শুধু লবণ নয়, পায়ের ত্বক শুকিয়ে না যায় সেজন্য নিয়মিত ময়শ্চারাইজার ব্যবহার করেন এই অভিনেত্রী। আরামদায়ক ফুটওয়্যারের প্রতি বিশেষ নজর রাখা রাশমিকাকে স্নিকার্স বা আরামদায়ক জুতায় বেশ দেখা যায়।

২০২৫ সালের জানুয়ারি মাসে জিমে গুরুতর আহত হওয়ার পরও রাশমিকা থেমে থাকেননি। তিনটি ফ্র্যাকচার এবং মাসল টিয়ার সত্ত্বেও ছবি ‘ছাভা’ ট্রেলার লঞ্চে যোগ দেন।

এই বছর তাকে দেখা গেছে ‘কুবেরা’ ছবিতে এবং সামনে রয়েছে ‘থামা’, ‘সিকান্দার’, ‘দ্য গার্লফ্রেন্ড’সহ আরও বেশ কিছু নতুন প্রকল্পে।

- Advertisement -spot_img
সর্বশেষ

মালয়েশিয়ায় আটক বাংলাদেশিদের আইনি সহায়তা দেবে সরকার

খবরের দেশ ডেস্কঃ মালয়েশিয়ায় জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে আটক হওয়া বাংলাদেশিদের আইনি ও কনস্যুলার সহায়তা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে সরকার। বুধবার (১৬...