Your Ads Here 100x100 |
---|
রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহীর দুর্গাপুর উপজেলার জয়নগর ইউনিয়ন পরিষদে প্যানেল চেয়ারম্যান পদ নিয়ে ইউপি সদস্যদের মধ্যে তীব্র দ্বন্দ্ব দেখা দিয়েছে। পাল্টাপাল্টি অভিযোগ আর অনাস্থা প্রস্তাবে উত্তপ্ত হয়ে উঠেছে স্থানীয় প্রশাসনিক পরিবেশ।
বিষয়টি সমাধানে বুধবার (১৬ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে গোপন ভোটের আয়োজন করে প্রশাসন। ১২ জন ইউপি সদস্যের মধ্যে ভোটে প্যানেল চেয়ারম্যান-৩ ও সংরক্ষিত নারী সদস্য রুপালী খাতুন পেয়েছেন ৭ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ৮ নম্বর ওয়ার্ড সদস্য আনোয়ার হোসেন পেয়েছেন ৫ ভোট।
ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, চেয়ারম্যান মিজানুর রহমান আওয়ামী লীগ মনোনীত ছিলেন। তার অনুপস্থিতিতে প্যানেল চেয়ারম্যান-১ মুনছুর রহমান দায়িত্ব পান। পরে তিনি পদত্যাগ করলে প্যানেল চেয়ারম্যান-২ রাকিবুল ইসলাম অপারগতা জানান। ফলে ১০ জুলাই রেজুলেশনের মাধ্যমে রুপালী খাতুনের ওপর দায়িত্ব অর্পণ করা হয়।
তবে কয়েকজন ইউপি সদস্য তার বিরুদ্ধে অনাস্থা জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে আবেদন করেন। এ প্রেক্ষিতে ইউএনও সাবরিনা শারমিন পরিস্থিতি শান্ত করতে গোপন ভোটের আয়োজন করেন।
এ বিষয়ে ইউএনও বলেন, “সংকট নিরসনে প্রশাসন তৎপর রয়েছে। মতামত নেওয়া হয়েছে, আশা করছি দ্রুত সমাধান হবে।” স্থানীয়রাও দ্রুত সমাধানে আশাবাদী।