27.6 C
Dhaka
বৃহস্পতিবার, জুলাই ১৭, ২০২৫

নজরুল বিশ্ববিদ্যালয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক দিবস উদযাপন

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
জাককানইবি প্রতিনিধি:

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) যথাযোগ্য মর্যাদা ও আনুষ্ঠানিকতায় পালিত হয়েছে ‘জুলাই শহিদ ও শোক দিবস’।

বুধবার (১৬ জুলাই) সকালে উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম কালো ব্যাজ ধারণ করে প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা অর্ধনমিত করেন। এরপর জুলাই আন্দোলনের শহিদ ইনতিশারুল হকের কবর জিয়ারত ও শহিদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। শহিদের চাচা মো. নাজমুল হকের হাতে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার তুলে দেন উপাচার্য।

শহিদের চাচার হাতে উপহার তুলে দিয়ে শ্রদ্ধা জানালেন উপাচার্য
শহিদের চাচার হাতে উপহার তুলে দিয়ে শ্রদ্ধা জানালেন উপাচার্য

পরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে শহিদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন পেশ ইমাম হাফেজ মুফতি মো. আব্দুল হাকীম।

শহিদদের স্মরণে দোয়া পরিচালনায় ছিলেন পেশ ইমাম হাফেজ মুফতি আব্দুল হাকীম
শহিদদের স্মরণে দোয়া পরিচালনায় ছিলেন পেশ ইমাম হাফেজ মুফতি আব্দুল হাকীম

একই দিন পরিবেশ সচেতনতামূলক বৃক্ষরোপণ কর্মসূচিও পালিত হয়, যেখানে বিশ্ববিদ্যালয় চত্বরে বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, কলা অনুষদের ডিন ও কর্মসূচি কমিটির আহ্বায়ক ড. ইমদাদুল হুদা, আইন অনুষদের ডিন মো. ইরফান আজিজ, সমাজবিজ্ঞান অনুষদের ডিন ড. বখতিয়ার উদ্দিন, প্রক্টর ড. মাহবুবুর রহমান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মিজানুর রহমানসহ বিভিন্ন অনুষদের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।

উল্লেখ্য, জুলাই-আগস্ট ২০২৪-এর গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ দিবসটি পালন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

- Advertisement -spot_img
সর্বশেষ

‘জানে তু ইয়া জানে না’ দিয়ে বলিউডে পরিচিতি পেয়েছিলেন জেনেলিয়া

বিনোদন ডেস্ক : বলিউডে ‘মি. পারফেকশনিস্ট’ খ্যাত আমির খানের নতুন ছবি ‘সিতারে জামিন পার’—এর মাধ্যমে ১৩ বছর পর হিন্দি সিনেমায়...