27.6 C
Dhaka
বৃহস্পতিবার, জুলাই ১৭, ২০২৫

বেরোবিতে জুলাই শহীদ দিবসে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদান কর্মসূচি

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
বেরোবি প্রতিনিধি:

জুলাই শহীদ দিবস উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে (বেরোবি) বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ জুলাই) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এই কর্মসূচির আয়োজন করে বেগম রোকেয়া ইউনিভার্সিটি ব্লাড অ্যাসোসিয়েশন (ব্রুবা)। আয়োজনে সহযোগিতা করে সন্ধানী, রংপুর মেডিকেল কলেজ ইউনিট।

কর্মসূচির তত্ত্বাবধানে ছিলেন ব্রুবার সভাপতি শাহরিয়ার ফেরদৌস স্মরণ ও সাধারণ সম্পাদক মাসুদ রানা। ব্রুবার স্বেচ্ছাসেবকেরা পুরো আয়োজন পরিচালনায় সক্রিয়ভাবে অংশ নেন।

ব্রুবার সাধারণ সম্পাদক মাসুদ রানা বলেন, “শ্রদ্ধাভরে স্মরণ করছি বীর শহীদ আবু সাঈদসহ জুলাই আন্দোলনের শহীদদের, যাদের আত্মত্যাগে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। তাঁদের স্মরণে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।” তিনি আরও জানান, “রক্তদানে উৎসাহ সৃষ্টি ও জনসচেতনতা বৃদ্ধিই ছিল আমাদের মূল লক্ষ্য।”

ব্রুবার সভাপতি শাহরিয়ার ফেরদৌস স্মরণ বলেন, “বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রক্তদানে উৎসাহিত করতে এবং মানবিক কাজের সঙ্গে সম্পৃক্ত করতে আমরা এই ক্যাম্পেইনের আয়োজন করেছি। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে।”

এই আয়োজনে শতাধিক শিক্ষার্থী রক্তের গ্রুপ নির্ণয়ে অংশ নেন এবং অনেকেই স্বেচ্ছায় রক্তদান করেন। শিক্ষার্থীদের অংশগ্রহণে পুরো ক্যাম্পাসে এক মানবিক পরিবেশ সৃষ্টি হয়।

- Advertisement -spot_img
সর্বশেষ

‘জানে তু ইয়া জানে না’ দিয়ে বলিউডে পরিচিতি পেয়েছিলেন জেনেলিয়া

বিনোদন ডেস্ক : বলিউডে ‘মি. পারফেকশনিস্ট’ খ্যাত আমির খানের নতুন ছবি ‘সিতারে জামিন পার’—এর মাধ্যমে ১৩ বছর পর হিন্দি সিনেমায়...