33 C
Dhaka
শনিবার, জুলাই ১৯, ২০২৫

বেরোবিতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস পালন

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
বেরোবি প্রতিনিধি:

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে (বেরোবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহিদ আবু সাঈদের প্রথম শাহাদাৎবার্ষিকী ও ‘জুলাই শহিদ দিবস ২০২৫’ যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।

বুধবার (১৬ জুলাই) সকালে পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে শহিদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। এতে অংশ নেন উপাচার্য ড. মো. শওকাত আলী, শহিদের পরিবার, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা। পরে ক্যাম্পাসে শোক র‌্যালি বের করা হয়, যা শহিদ আবু সাঈদ চত্বরসহ প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটে শহিদ আবু সাঈদ তোরণ, স্মৃতিস্তম্ভ ও জাদুঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন শহিদের বাবা মো. মকবুল হোসেন, উপদেষ্টা প্রফেসর ড. আসিফ নজরুল, সৈয়দা রিজওয়ানা হাসান ও ইউজিসি চেয়ারম্যান ড. এস এম এ ফায়েজ।

স্বাধীনতা স্মারক মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শহিদের বাবা দোষীদের বিচার দাবি করেন। ড. আসিফ নজরুল বলেন, “আবু সাঈদের আত্মত্যাগ ছিল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক। বিচার প্রক্রিয়া চলমান রয়েছে।” সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “তিনি বৈষম্যের বিরুদ্ধে এক উজ্জ্বল বার্তা দিয়ে গেছেন।”

আলোচনায় অংশ নেন ইউজিসি সদস্য, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, উপাচার্য, শিক্ষক, শহিদ পরিবার ও সহযোদ্ধারা।
দিবসটি ঘিরে রক্তদান, দোয়া মাহফিল, চিত্র প্রদর্শনী ও স্মারক প্রকাশসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়।

- Advertisement -spot_img
সর্বশেষ

ট্রাম্পের আইসিসি নিষেধাজ্ঞা আদেশ স্থগিত, সংবিধান লঙ্ঘনের রায় ফেডারেল আদালতের

বিনোদন ডেস্কঃ যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল বিচারক গত শুক্রবার ব্লক করেছেন ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশের বাস্তবায়ন, যা আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)...