27.6 C
Dhaka
বৃহস্পতিবার, জুলাই ১৭, ২০২৫

ক্যাটরিনার জন্মদিনে ভিকির ভালোবাসার বার্তা: ‘আই লাভ ইউ’

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
বিনোদন ডেস্ক:

বলিউড তারকা ক্যাটরিনা কাইফ পা দিলেন ৪২-এ। জন্মদিনে স্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে প্রেমভরা বার্তা দিয়েছেন স্বামী ভিকি কৌশল। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে চারটি ব্যক্তিগত মুহূর্তের ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘হ্যালো বার্থডে গার্ল, আই লাভ ইউ।’

ভিকির শেয়ার করা প্রথম ছবিতে ক্যাটরিনাকে দেখা যায় সাদা টপ ও নীল প্যান্ট পরে দরজা খুলে হাসিমুখে উঁকি দিচ্ছেন। দ্বিতীয় ছবিতে, ক্যাটরিনাকে জড়িয়ে ধরে চুমু দিচ্ছেন ভিকি। তৃতীয় ছবিতে পাহাড়ের কোনো রিসোর্টে আরামদায়ক পরিবেশে দুজনের প্রাণখোলা আড্ডা। আর চতুর্থ ছবিতে ক্যাটরিনাকে দেখা যায় সমুদ্রের ধারে সাদা শার্ট পরে ক্যামেরার দিকে তাকিয়ে থাকতে।

২০২১ সালে গাঁটছড়া বাঁধেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। চার বছরের দাম্পত্যে বলিউডের অন্যতম প্রিয় জুটিতে পরিণত হয়েছেন তাঁরা।

তবে ভিকির পোস্টে কিছু ভক্ত আক্ষেপ প্রকাশ করেছেন। তাঁদের মতে, বিশেষ এই দিনে আরও কিছু আবেগঘন ও ব্যক্তিগত মুহূর্ত ভাগ করে নেওয়া উচিত ছিল। অনেকেই মন্তব্য করেছেন, “ভালোবাসার প্রকাশ হোক আরও খোলামেলা।”

বর্তমানে ভিকি কৌশল ব্যস্ত আছেন সঞ্জয় লীলা বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবির শুটিংয়ে। এর আগে ‘ছাবা’ সিনেমায় তাঁর পারফরম্যান্স দারুণ প্রশংসা কুড়ায়। অন্যদিকে ক্যাটরিনাকে শেষ দেখা গেছে ২০২৩ সালের বহুল আলোচিত ‘টাইগার থ্রি’ সিনেমায়।

- Advertisement -spot_img
সর্বশেষ

‘জানে তু ইয়া জানে না’ দিয়ে বলিউডে পরিচিতি পেয়েছিলেন জেনেলিয়া

বিনোদন ডেস্ক : বলিউডে ‘মি. পারফেকশনিস্ট’ খ্যাত আমির খানের নতুন ছবি ‘সিতারে জামিন পার’—এর মাধ্যমে ১৩ বছর পর হিন্দি সিনেমায়...