Your Ads Here 100x100 |
---|
আন্তর্জাতিক ডেস্ক:
ইসরাইলের তিনটি গুরুত্বপূর্ণ স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। বুধবার (১৬ জুলাই) এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করেছে ইরানঘনিষ্ঠ এ সশস্ত্র গোষ্ঠী। খবর: মেহের নিউজ।
হুথিদের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানান, ইসরাইলের প্রধান বিমানবন্দর বেন গুরিওন, নেগেভের একটি সামরিক ঘাঁটি এবং লোহিত সাগর তীরবর্তী ইলাত বন্দরে এই হামলা চালানো হয়। প্রথম পর্যায়ে বিমানবন্দরে ‘জুলফিকার’ নামে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। পরে আরও চারটি সশস্ত্র ড্রোন ব্যবহার করে হামলা চালানো হয়।
তিনি দাবি করেন, “আক্রমণগুলো নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে, যার ফলে লাখো অবৈধ বসতি স্থাপনকারী নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে ছুটতে বাধ্য হয়।”
হুথি মুখপাত্র বলেন, “গাজায় আমাদের ভাইদের ওপর চলমান গণহত্যার প্রতিবাদে ইয়েমেন তাদের সামরিক অভিযান আরও প্রসারিত করতে দ্বিধা করবে না।”
এর আগে, ইয়েমেনি বাহিনীর অবরোধ ও হস্তক্ষেপের কারণে ইসরাইল সরকার ইলাত সমুদ্রবন্দর সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, বন্দরটির কার্যক্রম অনেকটাই অচল হয়ে পড়েছে, যদিও এটি একসময় ইসরাইলের গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যকেন্দ্র ছিল।
গাজার প্রতি সংহতির অংশ হিসেবে হুথিদের এ হামলা আরও উত্তেজনা সৃষ্টি করেছে মধ্যপ্রাচ্যজুড়ে।