27.6 C
Dhaka
বৃহস্পতিবার, জুলাই ১৭, ২০২৫

সমুদ্রতটে প্রিয়াংকা-নিকের অন্তরঙ্গ মুহূর্ত, ভাইরাল ভিডিও

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
বিনোদন ডেস্ক:

বলিউডের ‘দেশি গার্ল’ প্রিয়াংকা চোপড়া এখন পুরোপুরি হলিউডকেন্দ্রিক। থাকেন লস অ্যাঞ্জেলেসে, স্বামী নিক জোনাস ও কন্যা মালতী মারির সঙ্গে। কাজের ফাঁকে সময় পেলেই ছুটে যান প্রকৃতির সান্নিধ্যে। সম্প্রতি এমনই এক অবকাশ যাপনে সাগরপাড়ে গিয়ে ঘনিষ্ঠ মুহূর্তে ধরা দিলেন এই তারকা দম্পতি।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, সৈকতের সাদা বালিতে দাঁড়িয়ে নীল জলরাশিকে পেছনে রেখে ছবি তুলতে প্রস্তুত ছিলেন নিক জোনাস। এমন সময় হঠাৎ দৌড়ে এসে স্বামীর কোলে ঝাঁপিয়ে পড়েন প্রিয়াংকা। কোল থেকে সরাসরি ঠোঁটে ঠোঁট রেখে চুম্বনে মগ্ন হন এই দম্পতি। মুহূর্তেই ভিডিওটি ভাইরাল হয়ে পড়ে অনলাইনে।

নিক প্রিয়াংকাকে কোল থেকে ফেলে ফেলার উপক্রম হলেও শেষমেশ সামলে নেন। দুজনের চোখেমুখে আনন্দ ও ভালোবাসা ছড়িয়ে ছিল। এই ভিডিও দেখে অনুরাগীরা বলছেন, বয়সের পার্থক্য তাদের সম্পর্কে কোনো ছায়া ফেলতে পারেনি।

উল্লেখ্য, ২০১৮ সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হন প্রিয়াংকা ও নিক। বয়সে প্রিয়াংকা ১০ বছর বড় হলেও, সম্পর্কের দৃঢ়তায় সেটা কোনো সময়ই বাধা হয়ে দাঁড়ায়নি। তবে গত মে মাসে ফ্রান্সে মেট গালায় তাদের আচরণ ঘিরে কিছু গুঞ্জন উঠেছিল। অনেকে বলেছিলেন, সম্পর্ক নাকি টানাপোড়েনে। সেই জল্পনা সরিয়ে রেখে সৈকতের এই ভিডিও যেন নতুন করে জানিয়ে দিল—তারা এখনও একে অপরের প্রেমে গভীরভাবে ডুবে আছেন।

- Advertisement -spot_img
সর্বশেষ

ব্যবহারকারীর তথ্য কেলেঙ্কারিতে ৮ বিলিয়ন ডলারের মামলা, সমঝোতায় মেটা ও জাকারবার্গ

প্রযুক্তি ডেস্কঃ ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সুরক্ষায় ব্যর্থতার অভিযোগে মার্ক জাকারবার্গসহ মেটার বর্তমান ও সাবেক পরিচালকদের বিরুদ্ধে করা ৮ বিলিয়ন ডলারের...