Your Ads Here 100x100 |
---|
খবরের দেশ ডেস্কঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের সমর্থন ছাড়া ক্ষমতায় থাকতে গিয়ে নিজেকে দানবে পরিণত করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
তিনি বলেন, “গত চারটি নির্বাচন যদি সত্যিকার অর্থে গণতান্ত্রিক হতো, তাহলে বাংলাদেশ আজ উন্নয়নের অনন্য উদাহরণ হতে পারত। কিন্তু জনগণের রায় ছাড়াই ক্ষমতায় থাকার চেষ্টা তাঁকে মানবতা থেকে বিচ্যুত করেছে।”
বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক আলোচনা সভায় এসব কথা বলেন বিএনপির এই নেতা।
গোপালগঞ্জে বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলার প্রসঙ্গ টেনে আমির খসরু বলেন, “এই ঘটনায় প্রমাণ হয়, আওয়ামী লীগ এখনো পেশিশক্তির রাজনীতিতে বিশ্বাস করে। মতপার্থক্য থাকতে পারে, কিন্তু প্রতিটি রাজনৈতিক দলের প্রতি সম্মান থাকা উচিত। তা না হলে রাজনৈতিক সংকট আরও ঘনীভূত হবে।”
নির্বাচন প্রশ্নে আমির খসরু বলেন, “নির্বাচন না হওয়ায় বিদেশি বিনিয়োগ থমকে গেছে। দেশ অর্থনৈতিক মন্দার পথে। গণতন্ত্রে ফিরতে হলে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন জরুরি। তা বিলম্বিত হলে দেশ আরও গভীর সংকটে পড়বে।”
তিনি বলেন, “পরিবর্তন আসবে জনগণের মধ্য থেকেই। গায়ের জোরে ক্ষমতায় টিকে থাকা যাবে না, ইতিহাস তা প্রমাণ করেছে।”