Your Ads Here 100x100 |
---|
খবরের দেশ ডেস্কঃ
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এবং এর আওতাধীন প্রকল্পগুলোতে কর্মরত অনেক কর্মকর্তা-কর্মচারীর অনিয়ম ও দায়িত্বহীন আচরণে ক্ষুব্ধ হয়েছে কর্তৃপক্ষ। নিয়মিতভাবে নির্ধারিত সময়মতো অফিসে না আসা এবং বিনা অনুমতিতে আগেই অফিস ত্যাগ করার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে।
বিষয়টি ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালকের নজরে আসার পর বুধবার (১৬ জুলাই) প্রতিষ্ঠানটির পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম স্বাক্ষরিত এক নোটিশ জারি করা হয়।
নোটিশে উল্লেখ করা হয়, “ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে, ডিএমটিসিএল এবং এর আওতাধীন প্রকল্পের কর্মকর্তা/কর্মচারীদের কেউ কেউ যথাসময়ে অফিসে উপস্থিত হন না। আবার কেউ কেউ অফিস সময় শেষ হওয়ার আগেই কর্তৃপক্ষের অনুমতি না নিয়েই অফিস ত্যাগ করেন। এ ধরনের আচরণ সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর পরিপন্থী।”
এমন অনিয়ম রোধে নোটিশে সকাল ৯টার মধ্যে অফিসে উপস্থিত থাকা বাধ্যতামূলক করা হয়েছে। একইসঙ্গে প্রতিটি শাখায় হাজিরা খাতা সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে এবং তা নিয়ন্ত্রণকারী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের মাধ্যমে নিয়মিতভাবে পরীক্ষা করার নির্দেশও দেওয়া হয়েছে।
ডিএমটিসিএল বলেছে, নিয়ম না মানলে ভবিষ্যতে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।