27.6 C
Dhaka
বৃহস্পতিবার, জুলাই ১৭, ২০২৫

ড্রোনের দখলে ইউক্রেনের যুদ্ধক্ষেত্র: থেমে যাচ্ছে রাশিয়ার অগ্রযাত্রা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
আন্তর্জাতিক ডেস্ক:

রাশিয়ার সামরিক অগ্রযাত্রা খর্ব করছে ড্রোনে সুসজ্জিত ফ্রন্টলাইন। Reuters–এর এক প্রতিবেদনে বলা হয়েছে, অস্ত্র ও নজরদারি ড্রোনের মিশ্রণে গড়ে উঠেছে প্রায় ১০ কিমি বিস্তৃত এক ‘কিল জোন’, যেখানে বড় যানবাহনগুলো সহজেই প্রতিপক্ষের লক্ষ্যবস্তু হয়ে পড়ছে

এই ড্রোন-ধান্য যুদ্ধের ফলে রাশিয়ার ভয়ানক সংখ্যার সীমাহীন ট্যাংক ও আর্টিলারির এডভান্টেজ শ্লথ হয়ে পড়েছে। বড় সরঞ্জাম ফ্রন্টে দাঁড়ালে সেটি অবিলম্বে শনাক্ত হতে পারে—এমনটাই জানিয়েছেন একজন ইউক্রেনীয় ফিল্ড কমান্ডার

ফ্রন্টলাইনে ১৫ হাজারেরও বেশি ইউক্রেনীয় ড্রোন ক্রুর ভিডিও ফিড সংগ্রহ করে OCHI প্লাটফর্ম পরিচালনা করছে। প্রতিষ্ঠাতারা বলেছেন, “প্রতিপক্ষ আপনাকে পুরোপুরি দেখতে পায়।” । ড্রোনের ভয়ে রুশরা এখন ছোট দলে আক্রমণ করছে, মটরবাইক বা মানুষে নির্বিঘ্নে ছুটে যাচ্ছে—এরপর ইউক্রেনীয় ড্রোন দিয়ে তাদের শব্দ, অবস্থান বের করে আঘাত করছে

তবে রাশিয়া ও ইউক্রেন—দুটি পক্ষই এখন বছরে ড্রোন উৎপাদনে মিলিয়নের ঘন ঘন হার অবশ্য বাড়িয়ে তুলছে

হাল না ছেড়ে ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা ও অস্ত্র বিশেষজ্ঞ আলেকজান্ডার কামিশিন বলেন: “আমরা কয়েক মাস লড়তে পারি.. ২০২৩–এ তা দিনের ব্যাপার হত” । তবে নারী বিশ্লেষিকা মনে করিয়ে দেন—“ড্রোন আর্টিলারির বদল নয় ..শিল্পায়নই মূল”সূত্র: রয়টার্স

- Advertisement -spot_img
সর্বশেষ

‘জানে তু ইয়া জানে না’ দিয়ে বলিউডে পরিচিতি পেয়েছিলেন জেনেলিয়া

বিনোদন ডেস্ক : বলিউডে ‘মি. পারফেকশনিস্ট’ খ্যাত আমির খানের নতুন ছবি ‘সিতারে জামিন পার’—এর মাধ্যমে ১৩ বছর পর হিন্দি সিনেমায়...