Your Ads Here 100x100 |
---|
আন্তর্জাতিক ডেস্ক:
রাশিয়ার সামরিক অগ্রযাত্রা খর্ব করছে ড্রোনে সুসজ্জিত ফ্রন্টলাইন। Reuters–এর এক প্রতিবেদনে বলা হয়েছে, অস্ত্র ও নজরদারি ড্রোনের মিশ্রণে গড়ে উঠেছে প্রায় ১০ কিমি বিস্তৃত এক ‘কিল জোন’, যেখানে বড় যানবাহনগুলো সহজেই প্রতিপক্ষের লক্ষ্যবস্তু হয়ে পড়ছে ।
এই ড্রোন-ধান্য যুদ্ধের ফলে রাশিয়ার ভয়ানক সংখ্যার সীমাহীন ট্যাংক ও আর্টিলারির এডভান্টেজ শ্লথ হয়ে পড়েছে। বড় সরঞ্জাম ফ্রন্টে দাঁড়ালে সেটি অবিলম্বে শনাক্ত হতে পারে—এমনটাই জানিয়েছেন একজন ইউক্রেনীয় ফিল্ড কমান্ডার ।
ফ্রন্টলাইনে ১৫ হাজারেরও বেশি ইউক্রেনীয় ড্রোন ক্রুর ভিডিও ফিড সংগ্রহ করে OCHI প্লাটফর্ম পরিচালনা করছে। প্রতিষ্ঠাতারা বলেছেন, “প্রতিপক্ষ আপনাকে পুরোপুরি দেখতে পায়।” । ড্রোনের ভয়ে রুশরা এখন ছোট দলে আক্রমণ করছে, মটরবাইক বা মানুষে নির্বিঘ্নে ছুটে যাচ্ছে—এরপর ইউক্রেনীয় ড্রোন দিয়ে তাদের শব্দ, অবস্থান বের করে আঘাত করছে ।
তবে রাশিয়া ও ইউক্রেন—দুটি পক্ষই এখন বছরে ড্রোন উৎপাদনে মিলিয়নের ঘন ঘন হার অবশ্য বাড়িয়ে তুলছে ।
হাল না ছেড়ে ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা ও অস্ত্র বিশেষজ্ঞ আলেকজান্ডার কামিশিন বলেন: “আমরা কয়েক মাস লড়তে পারি.. ২০২৩–এ তা দিনের ব্যাপার হত” । তবে নারী বিশ্লেষিকা মনে করিয়ে দেন—“ড্রোন আর্টিলারির বদল নয় ..শিল্পায়নই মূল” ।সূত্র: রয়টার্স